হায়দরাবাদ: সামনেই পুজো আর পুজো মানেই সাজগোজ ৷ পুজোর মরশুমে সাজগোজ করা হবে না এটা তো হতেই পারে না ৷ সাজগোজ মানে যে শুধু মেয়েদের বোঝায় এমনটিও নয় ৷ ছেলেদেরও সাজগোজ নিয়ে চিন্তা বদলে গিয়েছে সময়ের সঙ্গে সঙ্গে । সাজগোজের ব্যাপারে নিজেকে অন্যদের থেকে আলাদা করার প্রতিযোগিতা চলে ছেলেদের মধ্যেও । সবমিলিয়ে বলা যায় ছেলেদের সাজগোজে ব্যকরণটা আমূল বদলে গিয়েছে। আর তাই এই পুজোয় ছেলেদের সাজগোজ নিয়ে কিছু টিপস রইল আমাদের তরফে ৷ দেখে নিন একনজরে (Fashion Tips for Puja 2022) ৷
1) ডিজাইনার পাঞ্জাবি: পাঞ্জাবি মানেই বাঙালির ভালোবাসা ও আবেগ । যে কোনও অনুষ্ঠান বা বিয়েবাড়িতে পাঞ্জাবি, বাঙালি ছেলেদের একটা বড় অংশের কাছে সবচেয়ে প্রিয় পোশাক। তবে সাধারণ পাঞ্জাবি বদলে এবার পরতে পারেন নতুন ডিজাইনের কিছু পাঞ্জাবি যেমন- খেস বা কলোমকারি । আর পাঞ্জাবিতে বাহারের বোতাম ব্যবহার করলে তো কথাই নেই!