হায়দরাবাদ:সাম্প্রতিক এক গবেষণায় জানা গিয়েছে, সিগারেট ষাট বছরের বেশি বয়সি মানুষের মানসিক ক্ষমতা নষ্ট করতে পারে । ওয়েইল কর্নেল মেডিসিন এবং নিউইয়র্ক-প্রেসবিটেরিয়ান গবেষকরা এই তথ্য সামনে এনেছেন। তাঁদের গবেষণার ফলাফল গত 6 ডিসেম্বর জার্নাল অফ আলঝেইমারস ডিজিজে প্রকাশিত হয়েছে (Health Tips) ৷
ধূমপান, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ মস্তিষ্কের স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলে । পূর্ববর্তী গবেষণায় দেখা গিয়েছে, যখন এই সমস্ত কারণগুলি একত্রিত হয়, তখন মস্তিষ্কের স্বাস্থ্য সমস্যা যেমন ক্যারোটিড ধমনীর এথেরোস্ক্লেরোটিক শক্ত হয়ে যাওয়া, যা মস্তিষ্কে রক্ত সরবরাহ করে ।
সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে, ধূমপান, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ মানসিক ক্ষমতাকে দুর্বল করে । এই ধরনের ক্ষেত্রে, রোগীদের অতিরিক্ত উচ্চ-ঝুঁকির অবস্থা সম্পর্কে পরামর্শ দেওয়া যেতে পারে । গবেষণার সময় 60 বছর বা তার বেশি বয়সি 3007 জনের স্বাস্থ্য তথ্য পরীক্ষা করা হয়েছিল । গবেষকরা উপসংহারে পৌঁছেছেন যে, মানুষকে ধূমপানের অভ্যাস ত্যাগ করতে উৎসাহিত করার মাধ্যমে, চিন্তা করার, শেখার এবং মনে রাখার ক্ষমতা সংরক্ষণ করা যেতে পারে ।