পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : May 31, 2022, 6:56 PM IST

Updated : May 31, 2022, 8:13 PM IST

ETV Bharat / sukhibhava

Bad Effects of Smoking : শুধু ক্যানসার নয়, দৃষ্টিহীনতারও কারণ হতে পারে ধূমপান

তামাকজাত দ্রব্য় সেবন এবং ধূমপান শুধু যে ক্যানসারের কারণ তা নয় (Smoking Can Affect Vision) ৷ অনেক ক্ষেত্রে এই রোগ দৃষ্টিহীনতারও কারণও হয়ে দাঁড়াতে পারে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা ৷

Bad Effects of Smoking
শুধু ক্যান্সার নয় দৃষ্টিহীনতারও কারণ হতে পারে ধূমপান শুধু ক্যান্সার নয় দৃষ্টিহীনতারও কারণ হতে পারে ধূমপান

হায়দরাবাদ:যদিও ধূমপান মূলত ক্যানসার, ফুসফুসের রোগ এবং হৃদরোগের কারণ হিসাবেই পরিচিত ৷ তবে বিশেষজ্ঞরা বলছেন এটি দৃষ্টিশক্তি হ্রাসের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে (Smoking Can Affect Vision) । গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভে ইন্ডিয়া জানিয়েছে, ভারতে প্রায় 267 মিলিয়ন মানুষ তামাক ব্যবহার করেন ৷

বেশ কিছু গবেষণা অনুযায়ী, ধূমপান ম্যাকুলার অবনতি ঘটাতে পারে যা সেন্ট্রাল ভিশনের জন্য় দায়ী ৷ ধূমপায়ীদের বয়স-সম্পর্কিত ম্যাকুলার ডিজেনারেশন (AMD) হওয়ার ঝুঁকি অধূমপায়ীদের তুলনায় পাঁচ থেকে ছয় গুণ বেশি । এএমডি এমন একটি রোগ যা একজন ব্যক্তির দৃষ্টিকে ঝাপসা করে দিতে পারে ।

মুম্বই রেটিনা সেন্টারের সিইও তথা ভিট্রিওরিটিনাল সার্জন ডাঃ অজয় ​​দুদানি বলেন, "ধূমপান চোখে একটি জ্বালাভাব সৃষ্টি করে ৷ ধূমপানের কারণে চোখের যে তিনটি খারাপ রোগ হওয়ার ঝুঁকি রয়েছে তা হল এএমডি, ছানি এবং গ্লুকোমা ৷" তাঁর কথায়, "ধূমপান 10 বছর আগে এএমডির বিকাশ ঘটাতে পারে।"

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, তামাক ব্যবহার ভারতে মৃত্যু এবং বিভিন্ন রোগের অন্যতম প্রধান কারণ ৷ প্রতি বছর প্রায় 1.35 মিলিয়ন মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় তামাক । ভারত তামাকের দ্বিতীয় বৃহত্তম তামাক সেবনকারী দেশ এবং উৎপাদক । দেশে খুব কম দামে বিভিন্ন ধরনের তামাকজাত পণ্য পাওয়া যায় । ভারতে দু'ভাবে তামাক ব্যবহার করা হয় ৷ প্রথমত, ধোঁয়াবিহীন যেমন খৈনি, গুটখা, তামাক এবং জর্দার সঙ্গে পান । এছাড়া ধূমপান তো রয়েছেই ৷ যেমন বিড়ি, সিগারেট এবং হুক্কা । এএসজি আই হাসপাতালের ডিরেক্টর ডাঃ গণেশ পিলে বলেন, "ধূমপান আপনার দৃষ্টিশক্তির জন্য ঠিক ততটাই ক্ষতিকর যেমন তা আপনার শরীরের বাকি অংশের জন্য । অনেক ক্ষেত্রে এটি গুরুতর দৃষ্টিশক্তির ক্ষতিও করতে পারে যদি সময়মতো চিকিৎসা না করা হয় ৷"

পুনের ইনসাইট ভিশন ফাউন্ডেশন মেডিকেল ডিরেক্টরডাঃ নিতিন প্রভুদেশাই বলেন, "তামাকের ধোঁয়া চোখের চারপাশে উপস্থিত টিস্যুতেও প্রভাব ফেলতে পারে ৷ যার ফলে চোখের পাতা এবং চোখের নিচে ফোলাভাব দেখা দেয়। এই ধরণের রোগে বেশিরভাগ ক্ষেত্রে স্থায়ী অন্ধত্বও হতে পারে । যদি সময়মত ব্যবস্থা না নেওয়া হয় ৷" শুধু তাই নয় বিশেষজ্ঞদের মতে এক্ষেত্রে যদি রোগীর ডায়াবেটিস থাকে তাহলে তা নিয়ন্ত্রণ করাও খুবই কঠিণ হতে পারে যাঁরা ধূমপায়ী তাঁদের ক্ষেত্রে ৷

আরও পড়ুন :সুন্দর সোনালি অবসর জীবন চান ? মনে রাখুন কটা সহজ সূত্র

তবে সময়মতো রোগ নির্ণয় করা গেলে ধূমপান জনিত রেটিনার রোগ নিরাময় সম্ভব বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা । তবে প্রথমেই ধূমপান ত্যাগ করা একান্ত দরকার । দৃষ্টিশক্তি হ্রাস রোধ করার জন্য অন্যান্য যা করণীয় তা হল নিয়মিত চোখের পরীক্ষা করা এবং চিকিৎসাগুলি মেনে চলা; স্বাস্থ্যকর খাবার খাওয়া, সবুজ শাক-সবজি, ফলমূল, ভিটামিন সি, ই এবং বিটা ক্যারোটিন সমৃদ্ধ খাবার সঠিক পরিমাণে খাওয়া ৷

Last Updated : May 31, 2022, 8:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details