কলকাতা, 12 অক্টোবর: সাম্প্রতিক বেশ কিছু সমীক্ষা বলছে, সিগারেট ও মদ্যপানে ঝোঁক বেড়েছে মহিলাদেরও । কখনও সেটা হয় স্ট্রেস থেকে মুক্তির পথ আবার কখন ফ্যাশন । তবে এই অভ্যাস ডেকে আনতে পারে ঘোর বিপদ, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা ।
চাপমুক্তি থেকে ট্রেন্ডে গা ভাসানো-দরকার একটি নেশার জিনিস । লিঙ্গের ভেদাভেদ না-করে বর্তমানে সকলেই প্রায় নেশায় আসক্ত । ঘুমের ওষুধ থেকে ধূমপান, সবই এখন নিত্যপ্রয়োজনীয় । তবে মহিলাদের ক্ষেত্রে সেটাই ডেকে আনছে বড়ো বিপদ । গর্ভবতী মহিলাদের জন্য কোনও নেশার বস্তু একদমই শ্রেয় নয় (Drugs during Pregnancy) । তবে পরিস্থিতি ও অভ্যাসের দায়ে সেই নেশাকে ছাড়তে না-পেরে পরতে হয় বড়ো বিপদে ।
গাইনোকলজিস্ট চিকিৎসক অয়ন মুখোপাধ্যায়ের কথায়, 'শুধু ধুমপান, অ্যালকোহল আর ঘুমের ওষুধ নয় । তার থেকেও বেশি ডোজের ড্রাগ নিতে দেখা যায় মহিলাদের, যা আরও ভয়ঙ্কর । 50 এরও বেশি এই হার্ড ড্রাগের কেস এখনও পর্যন্ত দেখা গিয়েছে । ধূমপান ও অ্যালকোহলের কেস প্রায় 200-এর উপর ।' তিনি বলেন, "এই কেস বর্তমানে ঘরে ঘরে । গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এটা একরকম । তবে যারা গর্ভধারণের পরিকল্পনা করছেন, তাঁদের এই ধরনের নেশায় বড় বিপদ আসছে । বহু মহিলা এই কারণে গর্ভধারণ করতে পারছেন না । কাউকে হয়তো আমরা বলছি তখন তাঁদের পক্ষে সেই নেশা ছাড়া অসম্ভব হয়ে যাচ্ছে । বেশ কিছুজন ওষুধও নিচ্ছেন । কারও ক্ষেত্রে আবার এতটাই সিরিয়াস হয়ে যাচ্ছে যে একাধিক ট্রিটমেন্ট করা সত্ত্বেও তাঁদের কোনও ফল হচ্ছে না ।"
মদ-ধূমপানে আসক্ত মহিলাদের একাংশ আরও পড়ুন: খাবারে অ্যালার্জির প্রতিকার করা সম্ভব ? কী বলছে গবেষণা
এই প্রসঙ্গে চিকিৎসক ফার্মাকোলজিস্ট অর্পণ দত্ত রায় বলেন, "একজন গর্ভবতী মহিলার পেটে মা ও সন্তানের মধ্যে একটি বাধা থাকে । যা দিয়ে নিউট্রেশন যাতায়াত করতে পারে । ড্রাগ বা অ্যালকোহল নিলে ওই বাধা দিয়ে সেই জিনিসগুলি বাচ্চার শরীরে চলে যায় । শুধু তাই নয় কোভিডের সময় এমন অনেক ওষুধ দেওয়া হয়েছে যা মূলত ড্রাগসের বিষয় । এই ধরনের ড্রাগের জন্য বাচ্চার মধ্যে সমস্যা দেখা যায় । এই ধরনের ড্রাগসকে বলা হয় টেরাটজনিক ড্রাগস । যা মূলত গর্ভবতী মহিলাদের জন্য খারাপ ।"