হায়দরাবাদ: কাজের ব্যস্ততায় আলাদাভাবে ত্বকের পরিচর্যা করার সময় হয়ে ওঠে না সবার জন্য । প্রতিদিনের কাজের জন্য বাইরে বেরোতে হয় সকলকেই (Skin Care) ৷ ফলে ত্বকের যত্ন নেওয়া অসম্ভব হয়ে পড়ে ৷ ভরসা রাখতে হয় হাতের কাছাকাছি থাকা বিভিন্ন উপাদানের উপরে । পেঁপে ত্বকের জন্য ভীষণ উপকারী ৷ ত্বকে পুষ্টি জোগাতে ব্যবহার করতে পারেন পেঁপের প্যাক ।
1. ত্বক উজ্জ্বল করতে
পাকা পেঁপে পেষ্ট করে নিন । আধা কাপ পেঁপের সঙ্গে একটি লেবুর রস মিশিয়ে নিন ৷ এরপর এই মিশ্রনটি ত্বকে লাগিয়ে রাখুন 30 মিনিট ৷ 30 মিনিট পর ধুয়ে ফেলুন ৷
2. গোড়ালির যত্নে
অনেকের সারাবছর গোড়ালি ফাটে । এই ধরনের গোড়ালিতে পাকা পেঁপে পেষ্ট করে সরাসরি লাগান । 20 মিনিট অপেক্ষা করে কুসুম গরম জল দিয়ে ধুয়ে ফেলুন । গোড়ালির ফাটা ভাব কমবে । পাশাপাশি দূর হবে মরা চামড়া । পা ধুয়ে খানিকটা অলিভ অয়েল ম্যাসাজ করে নিন ।