হায়দরাবাদ:অনেক সময় চেষ্টা করেও মানুষ সফলতা পায় না । নুন খাবারের স্বাদ বাড়াতে উপকারী ৷ তবে এর কিছু প্রতিকারও বাস্তুশাস্ত্রে বলা হয়েছে । যার দ্বারা একজন মানুষ জীবনের অনেক সমস্যা থেকে মুক্তি পেতে পারে । আসুন জেনে নিন, নুনের এমনই কিছু প্রতিকার যা দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারে।
নুন দিয়ে ঘর মোছা: নুন দিয়ে ঘর মুছলে ঘরে বিরাজমান নেতিবাচকতা দূর হয় ৷ যার কারণে ঘরে ঝগড়া অশান্তি শেষ হয় । আপনি যদি জীবনে এগিয়ে যেতে চান ও সফলতা পেতে চান, তাহলে নুন দিয়ে ঘর মুছতে হবে । বাস্তুশাস্ত্রে বলা হয়, মঙ্গলবার নুন দিয়ে ঘর মুছলে দুর্ভাগ্য দূর করে।
আরও পড়ুন: গৃহপ্রবেশে এই জিনিসগুলি মাথায় রাখুন ! পরিবারে সুখ-সমৃদ্ধি বজায় থাকবে
স্বাস্থ্য সুবিধা পাবেন: আপনার বাড়ির কেউ যদি দীর্ঘদিন ধরে অসুস্থ থাকে তাহলে সেই ব্যক্তির বিছানার নীচে নুন ভর্তি কাঁচের বোতল রাখুন । প্রতি মাসে বোতলের নুন পরিবর্তন করতে থাকুন । এই প্রতিকারে স্বাস্থ্য উপকারিতা দেখা যাবে ।