হায়দরাবাদ: প্রত্যেক বছরের মতো এই বছরও সিদ্ধিদাতা গণেশের পুজো সাড়ম্বরে পালিত হবে দেশজুড়ে ৷ যে কোনও পুজো শুরু করার আগে মন্ত্রোচ্চারণ করতে হয় গজানন দেবতার ৷ তিনি তুষ্ট হলেই কেটে যায় জীবনের সকল বাধা ৷ কারণ তিনি বিঘ্নহর্তা দেবতা ৷ 10 দিন ধরে নিয়ম মেনে পুজো করা হয় গণেশের ৷ এই বছর গণেশ চতুর্থী ক্যালেন্ডার মতে পড়েছে 19 সেপ্টেম্বর ৷ কিন্তু তিথি শুরু হয়ে যাচ্ছে সোমবারই ৷ তাই পুজো করার আগে জেনে নিন গণেশ পুজোর সময় সূচি ৷ পাশাপাশি কোন ফুল অবশ্যই গণেশ পুজোয় দিলে দেবতা তুষ্ট হয়, রইল সেই তথ্যও ৷
ভাদ্রমাসের শুক্লা চতুর্থী তিথিতে গণেশ পুজোর আয়োজন করা হয় ৷ হিন্দু পঞ্জিকা মতে গণেশ চতুর্থী শুরু হয়ে যাচ্ছে 18 সেপ্টেম্বর দুপুর 12.39 মিনিটে৷ চতুর্থী শেষ হচ্ছে 19 সেপ্টেম্বর দুপুর 01.43 মিনিটে ৷ এর মধ্যে 19 তারিখ রয়েছে মধ্যাহ্ন গণেশ পুজোর বিশেষ সময় ৷ বিশেষ এই মুহূর্ত শুরু হচ্ছে সকাল 11.01 মিনিটে ৷ শেষ হচ্ছে দুপুর 01.28 মিনিটে৷ শাস্ত্রমতে গণেশ চতুর্থীর আগের রাতে চাঁদ দেখতে নেই ৷ এমনকী, আকাশের দিকেও তাকাতে নেই ৷ এতে নাকি, সৌভাগ্য বাধা পায় ৷ বিশেষ করে 18 সেপ্টেম্বর দুপুর 12.39 মিনিট থেকে রাত 08.10 মিনিট পর্যন্ত আকাশের দিকে না তাকানোই ভালো ৷ 10 দিন পুজোর পর গণেশ বিসর্জন হবে 28 সেপ্টেম্বর বৃহস্পতিবার ৷
এবার আসা যাক গণেশ দেবতাকে তুষ্ট করতে পুজোয় অবশ্যই কোন ফুল ব্যবহার করবেন৷ সিদ্ধিদাতা গণেশকে কায়মনে প্রার্থনা করলে সমস্ত মনোবাঞ্ছা পূরণ হয় ৷ খুব অল্পতেই গজাননকে তুষ্ট করা সম্ভব ৷ তাহলে অবশ্যই পুজোর থালিতে রাখুন লাল জবা ৷ লাল ফুল ভীষণ পছন্দ গণেশের ৷ তাই গণেশ দেবতাকে লাল জবা দিতে ভুলবেন না ৷