পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sukhibhava

Sukhibhava : সম্পর্কে উষ্ণতা ফেরাতে ‘সেক্স ডিটক্স’-এর দাওয়াই দিচ্ছেন বিশেষজ্ঞরা - Sex Detox

অবাধ সহবাসই শুধু নয়, দীর্ঘ সম্পর্কের ভাটার টান কাটাতে সঙ্গীর সঙ্গে সাময়িক দূরত্ব বাড়ানোও গুরুত্বপূর্ণ ৷

Sex Detox
দীর্ঘ সম্পর্কের ভাটার টান কাটাতে সঙ্গীর সঙ্গে সাময়িক দূরত্ব বাড়ানোও প্রয়োজনীয়

By

Published : Nov 16, 2021, 5:14 PM IST

সঙ্গীর প্রতি মানুষের প্রত্যাশা আকাশছোঁয়া ৷ ফলে দীর্ঘ সম্পর্কে ভাটার টান আসতেই পারে নানা কারণে । সম্পর্কের সেই একঘেয়েমি কাটাতেই মনোবিজ্ঞানীরা দাওয়াই দেন ‘রিলেশনশিপ ডিটক্স’ এর ৷ কিন্তু ‘সেক্স ডিটক্স’ (Sex Detox) ? তা কতটা উপকারী ? বিশেষজ্ঞরা বলছেন, সেক্স ডিটক্স অর্থাৎ কিছু সময়ের জন্য যৌনতা থেকে দূরে থাকলে তা সম্পর্কের মধ্যে রোমান্স এবং উষ্ণতা ফিরিয়ে আনতে পারে ।

কিভাবে সেক্স ডিটক্স একটি সম্পর্কে একঘেয়েমি কাটাতে পারে ?

যৌনতা, দাম্পত্য জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ । কিন্তু রুটিন কাজের মতোই যৌনতাও সম্পর্কে একঘেয়েমি আনতে পারে ৷ মানসিক তৃপ্তিদায়ক এই কাজটিই শারীরিক এবং মানসিক চাপের কারণ হয়ে ওঠে ৷ ফলে মনোবিজ্ঞানী এবং যৌন বিশেষজ্ঞ, উভয়ই সম্পর্কের মেঘ কাটাতে ‘যৌন ডিটক্সের’ পরামর্শ দেন ।

আরও পড়ুন :Sukhivaba : শরীর-মন সুস্থ রাখতে মিউজিক থেরাপি উপকারী, জানাচ্ছে গবেষণা

সম্পর্ক বিশেষজ্ঞ (Relationship expert), আরতি বলেছেন, সেক্স ডিটক্স সম্পর্কের একঘেয়েমি কাটাতে সাহায্য করতে পারে ৷ যৌনতা দম্পতিকে আবেগঘন স্তরের কাছাকাছি আনতে সাহায্য করে ৷ কিন্তু কিছুদিন পরে অতিরিক্ত যৌন সম্পর্কের ফলে তাঁদের মধ্যে মানসিক দূরত্ব সৃষ্টি হয় ৷ ফলে সেক্স ডিটক্স দম্পতির মধ্যে একে অপরের সঙ্গে থাকার আকাঙ্ক্ষা বাড়াতে পারে । ফলে অবাধ সহবাসই শুধু নয়, সঙ্গীর প্রতি টান বাড়াতে সহবাস-বিরতির দাওয়াইও জরুরি ৷

ABOUT THE AUTHOR

...view details