হায়দরাবাদ: স্থুলতা এমন একটি রোগ যা কোভিড-19-এর সংক্রমণকে আরও জটিল করে তোলে ৷ এমনকী ভ্যাকসিনের কার্যক্ষমতাও স্থুল ব্যক্তিদের ক্ষেত্রে কিছুটা কমে যেতে পারে ৷ তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলেন, "ইনফ্লুয়েঞ্জা, হেপাটাইটিস বি এবং জলাতঙ্করোধী ভ্যাকসিনগুলিও স্থুল ব্যক্তিদের মধ্যে কম প্রতিক্রিয়া দেখিয়েছে ।"
নেদারল্যান্ডে অনষ্ঠিত এই বছরের স্থুলতা সংক্রান্ত একটি আলোচনা সভায় (ইসিও) উপস্থাপিত ফলাফলগুলিতে দেখা গিয়েছে, গুরুতর স্থুলতার সমস্যায় ভোগা ব্যক্তিদের ক্ষেত্রে চিনের করোনাভ্যাক ভ্যাকসিনের তুলনায় ফাইজার ভ্যাকসিন বেশি উপকারী প্রমাণিত হয়েছে ৷ কারণ এই ফাইজার ভ্যাকসিন করোনাভ্যাকের তুলনায় অনেক বেশি অ্যান্টিবডি তৈরিতে সক্ষম হয়েছে ৷
এবিষয়ে আরও জানার জন্য, গবেষকরা 2021 সালের আগস্ট থেকে নভেম্বর মধ্যে গুরুতর স্থুলতার সমস্যায় ভোগা 124 জন প্রাপ্তবয়স্কদের (বয়স 42-63 বছর) বেছে নিয়েছিলেন ৷ এছাড়া কন্ট্রোল গ্রুপ হিসাবে বাছা হয়েছিল 166 জন সাধারণ মানুষকেও (যাদের BMI 25kg/m2 এর কম এবং গড় বয়স 39-47 বছর) ৷ দু'টি গ্রুপকে মিলিয়ে মোট 130 জনকে ফাইজার/বায়োএনটেকের দু'টি ডোজ এবং 160 জনকে করোনাভ্যাক টিকার দু'টি ডোজ দেওয়া হয়েছিল ৷ করোনাভ্যাক ভ্যাকসিন গ্রহণ করা ব্যক্তিদের মধ্যে 70 জন পূর্বে করোনা আক্রান্ত হয়েছিলেন ৷