পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sukhibhava

Garlic For Health: ঋতুকালীন সর্দি ও ফ্লু আপনাকে কষ্ট দিচ্ছে ? রসুনেই হবে রোগমুক্তি

রসুন অনেক পুষ্টিগুণে ভরপুর। খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি আপনি রসুনের ব্যবহারে অনেক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাও দূর করতে পারেন, তাই আসুন জেনে নেওয়া যাক রসুনের এমনই কিছু ঔষধি গুণ এবং এর ব্যবহারের পদ্ধতি সম্পর্কে।

Garlic For Health News
ঋতুকালীন সর্দি ও ফ্লু আপনাকে কষ্ট দিচ্ছে

By

Published : Jul 1, 2023, 10:26 AM IST

হায়দরাবাদ: রান্নাঘরে উপস্থিত রসুন বেশির ভাগই সবজি ও ডালের স্বাদ বাড়াতে ব্যবহার করা হয় ৷ তবে রসুনে অনেক ধরনের পুষ্টি পাওয়া যায় ৷ যা আমাদের শরীরের জন্য অপরিহার্য ৷ এটি আমাদের শরীরে প্রাকৃতিক অ্যান্টি-বায়োটিকের মতো কাজ করে । রসুনে রয়েছে অ্যালিয়াম নামক অ্যান্টি-বায়োটিক । রসুন একটি আয়ুর্বেদিক ওষুধ । এটি মানবদেহে সৃষ্ট রোগ যেমন পাইলস, কোষ্ঠকাঠিন্য, কান ও দাঁতের ব্যথা ইত্যাদি নিরাময়ে সাহায্য করে । জেনে নিন রসুনের এমনই কিছু উপকারিতা সম্পর্কে ।

রসুন ঘরোয়া প্রতিকার

1) আপনি যদি উচ্চ রক্তচাপের রোগী হন তবে প্রতিদিন এক বা দু'টি রসুনের কোয়া খাওয়া উচিত ।

2) কুসুম গরম জলে রসুন মিশিয়ে পান করলে কোষ্ঠকাঠিন্য এবং পাইলসের মতো রোগে উপশম হয় ।

3) রসুন খেলে রক্ত ​​চলাচল নিয়ন্ত্রণে থাকে এবং হার্ট সংক্রান্ত সমস্যা দূরে থাকে ।

4) চুলকানি থেকে মুক্তি পেতে আক্রান্ত স্থানে রসুনের পেস্ট লাগান ৷ চুলকানির সমস্যা চলে যাবে ।

5) অল্প বয়সে ব্রণর সমস্যা থেকে মুক্তি পেতে প্রতিদিন সকালে খালি পেটে কাঁচা রসুনের কোয়া খান ৷ এতে রক্ত ​​পরিষ্কার থাকে এবং ব্রণর সমস্যা থেকে যত তাড়াতাড়ি সম্ভব মুক্তি মিলবে ।

6) মরশুমি সর্দি এবং কাশি থেকে মুক্তি পেতে রসুন খাওয়া উপকারী প্রমাণিত হবে ।

7) আপনি যদি স্থূলতার সমস্যায় ভুগে থাকেন, তাহলে রসুন খাওয়া খুবই উপকারী । প্রতিদিন খালি পেটে রসুন খান । ওজন কমাতে সাহায্য করবে ।

8) দাঁতের ব্যথার সমস্যা মোকাবিলায় রসুনের একটি কোয়া দাঁতের মাঝে চেপে বা দাঁতে রসুনের তেল লাগালে ব্যথা উপশম হয় ।

9) রসুন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পাশাপাশি ক্যানসারের মতো মারাত্মক রোগের সঙ্গে লড়াই করতে সাহায্য করে ।

10) রসুনের সঙ্গে ঘি খাওয়া শ্বাসকষ্টের রোগীদের জন্য উপকারী ।

আরও পড়ুন:চুল পড়া নিয়ে সমস্যায় থাকলে আম পাতা দিয়ে তৈরি এই হেয়ার মাস্কটি লাগান

(পরামর্শগুলি শুধুমাত্র সাধারণ তথ্যের ভিত্তিতে ৷ আপনার কোনও প্রশ্ন থাকলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন)

ABOUT THE AUTHOR

...view details