পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sukhibhava

স্ক্রাব টাইফাস কী এবং কীভাবে তা আটকানো যায়? - স্ক্রাব টাইফাস

যখন দেশের একাধিক রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা এখনও বাড়ছে, তখন নাগাল্যান্ডে নোকলাক জেলা থেকে একটা নতুন সংক্রমণের প্রাদুর্ভাবের খবর এসেছে । স্ক্রাব টাইফাসের খবর । এখনও পর্যন্ত 618টি কেস সামনে এসেছে এবং জানুয়ারি থেকে ওই জেলায় এখনও পর্যন্ত অন্তত 5 জন মারা গেছেন । কিন্তু এই রোগটা কী?

scrub typhus
স্ক্রাব টাইফাস

By

Published : Sep 23, 2020, 9:10 AM IST

সেন্টার ফর ডিজ়িজ় কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (CDC)-এর মতে, “স্ক্রাব টাইফাস বা বুশ টাইফাসের কারণ একটা ব্যাকটেরিয়া যার নাম ওরিয়েন্টিয়া সুসুগামুশি । সংক্রমিত মাইট জাতীয় পোকার কামড় থেকে এই রোগ মানুষের মধ্যে ছড়ায় । স্ক্রাব টাইফাসের বেশিরভাগ ঘটনা লক্ষ্য করা যায় দক্ষিণ-পূর্ব এশিয়ার গ্রামীণ এলাকা, ইন্দোনেশিয়া, চিন, জাপান, ভারত ও উত্তর অস্ট্রেলিয়ায় । যেখানে স্ক্রাব টাইফাস পাওয়া গেছে তেমন এলাকায় কেউ থাকলে বা তার উপর দিয়ে গেলেও সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে ।”

উপসর্গ

পোকার কামড় খাওয়ার বা সংক্রমিত হওয়ার 10 দিনের মধ্যে রোগের লক্ষণ ও উপসর্গগুলো দেখা দেয় । CDC-র পক্ষ থেকে কয়েকটি উপসর্গ নিম্নে দেওয়া হল:

  • জ্বর ও গা শিরশিরানি
  • মাথার যন্ত্রণা
  • মাইটের কামড়ানোর জায়গায় কালো ছোপ
  • অস্থিরতা থেকে কোমার মতো মানসিক পরিবর্তন
  • লিম্ফ নোডের আকার বৃদ্ধি
  • র‌্যাশ

“গুরুতর অসুস্থদের ক্ষেত্রে অর্গ্যান ফেলিওর এবং রক্তক্ষরণ হতে পারে ৷ যার চিকিৎসা না হলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে ।”

রোগ নির্ণয়

স্ক্রাব টাইফাসের উপসর্গের সঙ্গে অন্যান্য অনেক রোগের মিল আছে এবং এক্ষেত্রে পার্থক্য করা কঠিন হয়ে দাঁড়াতে পারে । এধরনের উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নিন এবং এই রোগের প্রাদুর্ভাব আছে এমন জায়গায় গেলে বা থাকলে সেটা চিকিৎসককে জানান । সাধারণভাবে একটা রক্ত পরীক্ষা করা হয়ে থাকে । উপসর্গ অনুযায়ী অন্যান্য পরীক্ষা, যেমন স্কিন বায়োপসি, ওয়েস্টার্ন ব্লট, ইমিউনো ফ্লুরোসেন্স অ্যাশে ইত্যাদি রয়েছে ।

চিকিৎসা

এই রোগের চিকিৎসায় CDC যা সুপারিশ করছে :

  • স্ক্রাব টাইফাসের চিকিৎসা করা উচিত ডক্সিসাইক্লিন অ্যান্টিবায়োটিক দিয়ে । ডক্সিসাইক্লিন যে কোনও বয়সের মানুষকে দেওয়া যেতে পারে ।
  • উপসর্গ দেখা দেওয়ার পর যত দ্রুত অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে তত ভালো ফল পাওয়া যাবে । যাঁদের দ্রুত ডক্সিসাইক্লিন প্রয়োগে চিকিৎসা করা হয়, তাঁরা দ্রুত আরোগ্য লাভ করেন । সুতরাং উপরোক্ত উপসর্গগুলো দেখা দিলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন ।

প্রতিরোধ

আক্রান্ত হয়ে সারানোর থেকে রোগ প্রতিরোধ করা সবসময়ই ভালো । যেহেতু এর এখনও কোনও ভ্যাকসিন নেই, তাই প্রতিরোধের জন্য কয়েকটি টিপস দেওয়া হল ।

  • এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এমন জায়গায় যাওয়া বন্ধ করতে হবে ।
  • স্ক্রাব টাইফাসের প্রাদুর্ভাব রয়েছে এমন দেশে গেলে ঘন গাছপালাযুক্ত জায়গা এড়িয়ে চলুন ৷ কারণ এখানে এই মাইট থাকতে পারে ।
  • সঙ্গে কীটনাশক রাখুন, তার লেবেলে বলে দেওয়া নির্দেশাবলী অনুযায়ী ব্যবহার করুন ।

CDC আরও পরামর্শ দিচ্ছে :

  • জামাকাপড় ও সরঞ্জামে পারমেথ্রিন ব্যবহার করুন বা পারমেথ্রিন দেওয়া জিনিস কিনুন ।
  • পারমেথ্রিন মাইটদের মারে এবং জুতো, জামাকাপড় ও ক্যাম্পিং সরঞ্জামেও ব্যবহার করা যায় ।
  • পারমেথ্রিন দেওয়া জামাকাপড় অনেকবার কাচার পরও আপনাকে রক্ষা করে । প্রোডাক্ট ইনফরমেশনে দেখে নিন যে এই রক্ষাকবচ কতটা সময় থাকবে ।
  • নিজে প্রয়োগ করার সময় নির্দেশাবলী অনুসরণ করুন ।
  • পারমেথ্রিনযুক্ত পণ্য সরাসরি ত্বকে ব্যবহার করবেন না । জামাকাপড়ে ব্যবহার করতে হয় ৷

সুতরাং, দেশের নির্দিষ্ট এলাকায় খুব বেশি এটা দেখা যায় না, কিন্তু স্ক্রাব টাইফাস আছে এমন জায়গায় গেলে সতর্ক থাকা উচিত । আর যেহেতু ভ্যাকসিন নেই, তাই যথাযথ সুরক্ষামূলক পদক্ষেপ এবং উপসর্গ দেখা দিলেই ডাক্তার দেখান অত্যন্ত প্রয়োজনীয় ।

ABOUT THE AUTHOR

...view details