হায়দরাবাদ, 30 জানুয়ারি:সম্প্রতি মার্কিন গবেষণায় একটি তথ্য প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, করোনায় আক্রান্ত হওয়ার ফলে বিকাশে প্রভাব পড়ছে (Research On Covid Infected)। যাঁরা করোনায় আক্রান্ত হচ্ছেন, তাঁদের সুস্থ হওয়ার কয়েক সপ্তাহ পরেও তারা ক্লান্ত হয়ে পড়ছেন ৷ শ্বাসকষ্টের সমস্যা দেখা যাচ্ছে, এমনকি, মনসংযোগের অভাবের মত সমস্যাও দেখা যাচ্ছে। তাঁদের মধ্যে নানা উপসর্গও দেখা যাচ্ছে।
- নিউইয়র্ক টাইমসের জার্নাল সেলে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, সংক্রমণের প্রথমদিকে রক্তে করোনা ভাইরাসের আরএনএ (RNA) -এর যে মাত্রা থাকে, তা ভাইরাল লোডের একটি সূচক ৷
2. আরও একটি হল অ্যান্টিবডির উপস্থিতি। অ্যান্টিবডি যা টিস্যুতে প্রভাব ফেলে ফলে রিউমাটয়েড আর্থারাইটিসের মতো পরিস্থিতির সৃষ্টি করে।
3. তৃতীয় কারণ হল এপস্টাইন-বার ভাইরাসের পুনঃসক্রিয়তা ৷ এই ভাইরাস সাধারণত অল্পবয়সিদের শরীরে থাবা বসায় ৷ তারপর সুপ্ত হয়ে যায় ৷
4. টাইপ টু ডায়াবেটিস রোগীদের লং কোভিডে আক্রান্ত হওয়ার সম্ভাবনার কথাও বলা হচ্ছে ৷