হায়দরাবাদ: শ্রাবণ মাস মহাদেবের মাস ৷ এই মাসে ভক্তিভরে ভোলেবাবাকে পুজো করলেই দূর হবে সমস্ত দুঃখ-দুর্দশা ৷ শ্রাবণ মাসে মহাদেবের পুজো ও উপবাস করার ক্ষেত্রে কিছু রীতি মেনে চললেই নাকি, তুষ্ট হন দেবাদিদেব মহাদেব ৷ শ্রাবণ মাসের সোমবার ভগবান শিবের উপাসনা অত্যন্ত ফলদায়ক ৷ বলা হয়, এই শ্রাবণ মাসে ভগবান শিবের পছন্দের জিনিস ভক্তিভরে তাঁর চরণে নিবেদন করলেই , জীবনের সকল বাধা-বিপদ থেকে মুক্তি পাওয়া যায় ৷ আশীর্বাদ পাওয়া যায় ভগবান শিবের ৷ কিন্তু যদি পুজোয় ত্রুটি থাকে, তাহলে অনর্থ্য হতেও বেশি দেরি হয় না ৷ পুজোর নিয়মে সামান্য ভুল সংসারে আনতে পারে চরম বিপদ ৷ তাই ভুল এড়াতে একনজরে দেখে নেওয়া যাক, মহাদেবের পুজো করার ক্ষেত্রে কোন কোন বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে ৷
মাথায় রাখুন এই বিষয়গুলি:প্রথমেই বলতে হয়, এবারে শ্রাবণ মাস শুরুর দিন অমাবস্যা হওয়ায়, মাস শুরু হয়েছে 18 তারিখ মঙ্গলবার থেকে ৷ ফলে বহু বছর এমনটা হওয়ায় এই মাসের গুরুত্ব আরও বেড়ে গিয়েছে ৷ মঙ্গলবার শ্রাবণ মাস শুরু হওয়ায় মঙ্গল গৌরীর পুজো অত্যন্ত ফলপ্রসূ ৷ আধ্যাত্মিক নিয়ম মেনে শ্রাবণের সোমবারের মতো মঙ্গলবার মঙ্গলগৌরীর পুজো করলে সংসারের সকল অমঙ্গল দূর হয় ৷
ভোলেবাবার বেলপাতা অত্যন্ত পছন্দের ৷ সোমবার মহাদেবের উদ্দেশ্যে তিনটি পাতাসহ বেলপাতা অবশ্যই নিবেদন করা উচিত ৷ তবে মাথায় রাখতে হবে, সেই বেলপত্র যেন ছিঁড়ে না যায় ৷ জ্যোতিষ শাস্ত্র অনুসারে, এই দিন বেলগাছ থেকেও বেল পাতা ছেঁড়া উচিত নয় ৷
যদি দেখেন, আপনার কাছে একটা বেলপত্র ভালো রয়েছে, তাহলে চিন্তা করবেন না ৷ ভগবান শিবকে অর্পণ করা বেলপাতা পুনরায় দিতে পারেন আপনি ৷ তবে প্রদত্ত বেলপত্র জল দিয়ে ধুয়ে নিতে হবে ৷ তবেই পুনরায় তা নিবেদন করা যাবে ৷
পুজোর নিয়ম:অনেকে মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল ঢেলে উপবাস করেন ৷ আবার অনেকে বাড়িতেই মহাদেবের আরাধনা করেন ৷ বাড়িতে পুজোর ক্ষেত্রে বিশেষ কয়েকটি নিয়ম মাথায় অবশ্যি রাখা উচিত ৷
সোমবার সকালে প্রথমেই স্নান করে ঘরের প্রতিটি কোণে ছিটিয়ে দিন গঙ্গার জল ৷ মনে করা হয়, ভগবান শিবের আরাধনা করার আগে ঘর অবশ্যই শুদ্ধ করে নেওয়া উচিত ৷
এরপর শুদ্ধ বস্ত্র পরিধান করে বসতে হবে পুজোয় ৷
শিবলিঙ্গে প্রথমে দই, তারপর মধু, দুধ ও গঙ্গাজল দিতে হবে ৷ এর সঙ্গে দেবেন সিদ্ধি ৷ সিদ্ধি ভোলেবাবার ভীষণ পছন্দের ৷
এরপর পুজোতে বসে মহাদেবের প্রিয় ফুল যেমন, নীলকণ্ঠ, ধুতুরা, আকন্দ অবশ্যই রাখুন ৷ সঙ্গে রাখতে ভুলবেন না বেল ফল ৷
ধূপ, ধুনো, কপূর জ্বালাবেন ৷ আর শিবলিঙ্গে সাদা চন্দনের তিলক এঁকে দেবেন ৷ লাল চন্দন ভুলেও দেবেন না ৷ লাল চন্দন মূলত ব্যবহৃত হয় দেবীদের পুজোর উদ্দেশ্যে ৷