পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sukhibhava

Skin Care Tips: ত্বকের সবচেয়ে বড় বন্ধু গোলাপ, জেনে নিন কারণ - Skin Care Tips

ত্বক, চুল ভালো রাখতে গোলাপের ব্যবহারও খুবই গুরুত্বপূর্ণ (Skin Care Tips) ৷ দেখে নিন ত্বকে সুন্দর রাখতে ত্বকে গোলাপ কীভাবে ব্যবহার করবেন ৷

Skin Care Tips News
গোলাপই ফিরিয়ে দেবে আপনার উজ্জ্বলতা

By

Published : Sep 3, 2022, 4:28 PM IST

হায়দরাবাদ:ত্বকের যত্নে গোলাপজলের গুণের কথা সবাই জানে ৷ ত্বক, চুল ভালো রাখতে গোলাপের ব্যবহারও খুবই গুরুত্বপূর্ণ (Rose Water) । কিন্তু আপনি যদি নিয়ম করে গোলাপজল ব্য়বহার করেন আপনার ত্বক হবে সুন্দর (Skin Care Tips)৷ বাড়িতেই বানিয়ে ফেলুন গোলাপের কিছু ফেসপ্যাক ৷

চলুন দেখে নিন বাড়িতেই কীভাবে বানাবেন গোলাপের ফেসপ্যাক ?

1) প্রথমে গোলাপের পাপড়ি ভাল করে গুঁড়িয়ে নিন । তারপর ওই পেষ্টের সঙ্গে মিশিয়ে নিন কাঁচা দুধ ও চন্দন গুঁড়ো । পরিষ্কার জলে মুখ ধুয়ে নিয়ে মিশ্রণটি মুখে লাগিয়ে নিন । দশ মিনিট রেখে ভেজা হাতে মুখে আরেক বার ভালো করে ম্যাসাজ করে নিন । হয়ে গেলে ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন । সপ্তাহে একদিন বা দু'দিন এই প্যাক লাগলেই আপনার মুখ হবে উজ্জ্বল ৷

2) কমলালেবুর খোসা রোদে শুকিয়ে গুঁড়ো করে নিন । সঙ্গে মিশিয়ে নিন গোলাপ ফুলের পাপড়ি আর মধু । এই মিশ্রণটি মুখের দাগ তুলতে সাহায্য করে । বিশেষত রোদ বা দূষণের ফলে ত্বকের যে ক্ষতি হয়, তার হাত থেকে রক্ষা করে এই প্যাক । এটি আপনি সপ্তাহে তিনদিন ব্যবহার করতে পারবেন ৷ আপনার ত্বকের আর্দ্রতা ফেরাতেও সাহায্য করবে ৷

আরও পড়ুন: অহেতুক অর্থ খরচ না করে বাড়িতেই বানিয়ে ফেলুন নাইট ক্রিম

3) অলিভ অয়েল, নারকেলের দুধ আর গোলাপ ফুলের তাজা পাপড়ি একসঙ্গে মিশিয়ে নিন । তারপর মুখে লাগিয়ে নিন ৷ একটু পরে ধুয়ে ফেলুন ৷ নারকেল তেলে থাকে ফ্যাটি অ্যাসিড । অলিভ অয়েলে থাকে ভিটামিন । মুখের আর্দ্রতা ধরে রাখতে ও বিভিন্ন রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করে ৷ রাতে শুতে যাওয়ার আগে এই প্যাকটি লাগালে ভালো ফল পাওয়া যায় ।

ABOUT THE AUTHOR

...view details