হায়দরাবাদ, 5 জানুয়ারি : রাইবোনিউক্লিক অ্যাসিড (RNA) বিভিন্ন জৈবিক ভূমিকা এবং জিনের প্রকাশের জন্য অপরিহার্য । এবার মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েল স্কুল অফ মেডিসিনের গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য ৷ গবেষণায় জানা গিয়েছে, আরএনএ-নির্ভর চিকিৎসা দুর্বল রোগ-প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন রোগীদের ক্ষেত্রেও অভাবনীয় ফলাফল দিচ্ছে ৷
সম্প্রতি জার্নাল অফ এক্সপেরিমেন্টাল মেডিসিনে (Journal of Experimental Medicine) প্রকাশিত তথ্য বলছে, তৃতীয় বিশ্বের অনেক দেশেই এখনও পর্যান্ত ভ্যাকসিনের জোগান নেই ৷ সেই দেশগুলিতে অনেক কম খরচে এই চিকিৎসা দেওয়া যেতে পারে (RNA-based Therapy provide an inexpensive therapeutic option) ৷