পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sukhibhava

RNA-based Therapy : করোনা মোকাবিলায় পথ দেখাচ্ছে আরএনএ-নির্ভর চিকিৎসা - RNA based Therapy provide an inexpensive therapeutic option

আরএনএ-নির্ভর চিকিৎসা দুর্বল রোগ-প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন রোগীদের ক্ষেত্রেও অভাবনীয় ফলাফল দিচ্ছে ৷ তথ্য বলছে, তৃতীয় বিশ্বের দেশগুলিতে অনেক কম খরচে এই চিকিৎসা দেওয়া যেতে পারে (RNA-based Therapy provide an inexpensive therapeutic option) ৷

RNA-based Therapy
করোনা মোকাবিলায় পথ দেখাচ্ছে RNA-নির্ভর চিকিৎসা

By

Published : Jan 5, 2022, 9:24 AM IST

হায়দরাবাদ, 5 জানুয়ারি : রাইবোনিউক্লিক অ্যাসিড (RNA) বিভিন্ন জৈবিক ভূমিকা এবং জিনের প্রকাশের জন্য অপরিহার্য । এবার মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েল স্কুল অফ মেডিসিনের গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য ৷ গবেষণায় জানা গিয়েছে, আরএনএ-নির্ভর চিকিৎসা দুর্বল রোগ-প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন রোগীদের ক্ষেত্রেও অভাবনীয় ফলাফল দিচ্ছে ৷

সম্প্রতি জার্নাল অফ এক্সপেরিমেন্টাল মেডিসিনে (Journal of Experimental Medicine) প্রকাশিত তথ্য বলছে, তৃতীয় বিশ্বের অনেক দেশেই এখনও পর্যান্ত ভ্যাকসিনের জোগান নেই ৷ সেই দেশগুলিতে অনেক কম খরচে এই চিকিৎসা দেওয়া যেতে পারে (RNA-based Therapy provide an inexpensive therapeutic option) ৷

যদিও, ওমিক্রন সংক্রমণ শুরু হওয়ার আগে এই গবেষণাটি করা হয়েছিল ৷ ফলে অনেক দেশে করোনা ভাইরাসের নতুন স্পাইকগুলির ওপর এর পরীক্ষা করা হয়নি । একইসঙ্গে গবেষকরা জানিয়েছেন, SARS-CoV-2 এর বিরুদ্ধে ভ্যাকসিনগুলি গুরুতর রোগ এবং মৃত্যু প্রতিরোধে অত্যন্ত কার্যকর ।

আরও পড়ুন : প্রতিদিন পাতে থাকুক খেজুর, ভাল থাকবে হার্ট, বাড়বে যৌনক্ষমতা

ইয়েল স্কুল অফ মেডিসিনের অধ্যাপক আকিকো ইওয়াসাকি বলেন, ‘‘কোভিড-19 প্রতিরোধে ভ্যাকসিন ব্যবহারের পাশাপাশি, SARS-CoV-2 এর থেরাপিউটিক চিকিৎসারও প্রয়োজন ।’’

ABOUT THE AUTHOR

...view details