হায়দরাবাদ: আশ্বিন মাসের শেষে পূর্ণিমা তিথিতে বঙ্গবাসী মেতে ওঠে ধনদেবী কোজাগরী লক্ষ্মী পুজোয় ৷ বাঙালি হিন্দুর ঘরে ঘরে এই দিন দেবী আরাধনা হয়ে থাকে ৷ ঘরে শ্রী বৃদ্ধি ও ধন-সম্পদ বৃদ্ধি ও পরিবারের মঙ্গল কামনায় লক্ষ্মী দেবীর ব্রত করে থাকেন প্রত্যেকে ৷ কোজাগরী শব্দটির অর্থ কে জেগে আছে ?
কোজাগরী লক্ষ্মী পু জোর তিথি
এই বছর ক্যালেন্ডার অনুযায়ী কোজাগরী লক্ষ্মী পুজোর সময় থাকছে 28 অক্টোবর, শুক্রবার রাত 10.55 মিনিট থেকে রাত 11.46 মিনিট পর্যন্ত ৷ অর্থাৎ মাত্র 50 মিনিট থাকছে পুজোর সময় ৷ তবে পূর্ণিমা তিথি ধরে পুজো করতে চাইলে তার সময় একটু আলাদা ৷ পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 28 অক্টোবর ভোর 4.17 মিনিটে ৷ শেষ হচ্ছে 29 অক্টোবর রাত 1.53 মিনিটে ৷
বলা হয়, মা লক্ষ্ণী প্রচন্ড চঞ্চলা ৷ পুজোয় একটু এদিক থেকে ওদিক হলেও দেবী ক্রধিত হন ৷ পরিবারে নেমে আসে অশুভ ছায়া ৷ দিনে দিনে ক্ষয় হতে থাকে ধন সম্পদের ৷ তাই বাড়িতে কোজাগরী লক্ষ্মী পুজো করার সময় মাথায় রাখুন এই বিষয়গুলি ৷ বিরত থাকুন ভুলগুলি করা থেকে ৷
মা লক্ষ্মী শান্তিপ্রিয় ৷ যেখানে কোলাহল, ঝগড়া হয় সেই বাড়িতে দেবী অধিষ্ঠান করেন না ৷ তাই তাঁর পুজোতেও কোনও রকম অতিরিক্ত শব্দ করা যায় না ৷ তাই ভুলেও অন্য পুজোর মতো এই পুজোতেই কাঁসর ঘণ্টা বাজাবেন না ৷ কাঁসর বাজালে বাড়িতে মা লক্ষ্মী স্থায়ী হন না ৷ তার বদলে অলক্ষী বিরাজ করে বাড়িতে ।
নারায়ণ পুজোয় যেমন তুলসী পাতা অবশ্যই দিতে হয়, তেমনি লক্ষ্মী পুজোয় ভুলেও তুলসী পাতা দিতে নেই ৷ বলা হয়, তুলসী মা লক্ষ্মী সতীন ৷ তাই পুজো করার সময় বেলপাতা, দুর্বা যেমন দেবেন তেমনই তুলসী পাতার ছোঁয়া ভুলেও দেবেন না ৷