পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sukhibhava

Study on Cardiovascular Disease : কার্ডিওভাসকুলার রোগে বাড়তে পারে স্মৃতিভ্রংশের ঝুঁকি - risk of dementia linked to faster accumulation of cardiovascular risk factors

কার্ডিওভাসকুলার রোগ থাকলে অ্যালঝাইমার রোগ, ডিমেনশিয়া বা ভাস্কুলার ডিমেনশিয়া হওয়ার ঝুঁকিও সাধারণের তুলনায় বেশি বেড়ে যায় (Cardiovascular disease risk factors )৷ এমনটাই বলছে গবেষণা ৷

Study on Cardiovascular Disease
কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি বাড়লে বেড়ে যায় আলঝাইমার এবং ডিমেনশিয়ার ঝুঁকিও

By

Published : Apr 23, 2022, 8:27 PM IST

হায়দরাবাদ: যে সমস্ত ব্যক্তিদের মধ্য়ে কার্ডিওভাসকুলার রোগের লক্ষণ বেশি তাঁদের মধ্য়ে অ্যালঝাইমার রোগ, ডিমেনশিয়া বা ভাস্কুলার ডিমেনশিয়া হওয়ার ঝুঁকিও সাধারণের তুলনায় বেশি বেড়ে যায় (Cardiovascular disease risk factors )৷ এমনটাই বলছে সাম্প্রতিক একটি গবেষণা ৷ আমেরিকান আকাদেমি অফ নিউরোলজির মেডিকেল জার্নাল নিউরোলজিতে প্রকাশিত হয়েছে এই গবেষণাপত্রটি ৷ সুইডেনের উমিয়া বিশ্ববিদ্যালয়ের পিএইচডি তথা গবেষণার লেখক ব্রাইন ফার্নসওয়ার্থ ফন সিডারওয়াল্ড বলেন, "আমাদের গবেষণায় পরামর্শ দেওয়া হয়েছে যে কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকির নানান লক্ষণ যেমন উচ্চ রক্তচাপ, স্থুলতার সমস্যা যাঁদের মধ্যে রয়েছে তাঁদের মধ্য়ে ডিমেনশিয়া এবং স্মৃতিশক্তি হ্রাসের ঝুঁকিও যথেষ্ট বেড়ে যায় ৷ ফলে আগে থেকে যদি কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি কমানোর ব্যবস্থা নেওয়া হয় তাহলে ভবিষ্যতে ডিমেনশিয়া এবং স্মৃতিশক্তি হ্রাস রোধেও এটি কার্যকরী হতে পারে ৷ "

গড়ে 55 বছর বয়সি প্রায় 1244 জন মানুষের ওপর এই পরীক্ষাটি চালানো হয় গবেষণার শুরুতে যাঁদের মধ্য়ে স্মৃতিশক্তি হ্রাস বা কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি সেভাবে ছিল না ৷ পরবর্তী 25 বছর অবধি প্রতি 5 বছর অন্তর অন্তর তাঁদের একটি করে স্বাস্থ্য পরীক্ষা এবং একটি করে লাইফস্টাইলের পরীক্ষা নেওয়া হয় ৷ দেখা গিয়েছে অংশগ্রহণকারীদের মধ্যে 78 জন আলঝাইমার, 39 জন ভাস্কুলার রোগ থেকে ডিমেনশিয়ায় আক্রান্ত হয়েছেন ৷

কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি নির্ধারণ করার জন্য ফ্রেমিংহাম রিস্ক স্কোর ব্যবহার করেছিলেন গবেষকরা ৷ যা 10 বছর পরে কার্ডিওভাসকুলার ঝুঁকি কতখানি হতে পারে তার পূর্বাভাস দেয়। এটি একজন ব্যক্তির বয়স, লিঙ্গ, বডি মাস ইনডেক্স , রক্তচাপ এবং তার ধূমপান বা ডায়াবেটিস আছে কিনা এধরনের একাধিক কারণের ভিত্তিতে তৈরি করা হয় । গবেষণা শুরুর সময় অংশগ্রহণকারীদের মধ্য়ে গড়ে 17 শতাংশ থেকে 23 শতাংশ ঝুঁকি ছিল ।

আরও পডৃুন: শুধু ফুসফুস নয়, কিডনিরও ক্ষতিসাধন করে কোভিড ভাইরাস : গবেষণা

গবেষণাপর্বে গবেষকরা দেখেছেন যে কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি 22 শতাংশ অংশগ্রহণকারীদের মধ্যে স্থিতিশীল রয়েছে ৷ 60 শতাংশের মধ্যে সময়ের সঙ্গে সঙ্গে মাঝারিভাবে বৃদ্ধি পেয়েছে এবং 18 শতাংশ মানুষের মধ্যে দ্রুত গতিতে বেড়েছে । গবেষণায় দেখা গিয়েছে যাঁদের ক্ষেত্রে হৃদরোগের ঝুঁকির পরিমাণ স্থিতিশীল ছিল সেক্ষেত্রে পরিমাণ ছিল 20 শতাংশ ৷ যাঁদের ক্ষেত্রে ঝুঁকির পরিমাণ মাঝারি ছিল তাঁদের ক্ষেত্রে 18 থেকে তা পৌঁছেছিল 38 শতাংশে আর যাঁদের ক্ষেত্রে ঝুঁকি দ্রুত গতিতে বেড়েছিল তাঁদের ক্ষেত্রে ঝুঁকির পরিমাণ 23 শতাংশ থেকে বেড়ে পৌঁছেছিল 62 শতাংশে ৷ গবেষকরা দেখেছেন এঁদের মধ্যে একইভাবে বেড়েছে আলঝাইমার (তিন থেকে ছয় গুণ বেশি ), ডিমেনশিয়া (তিন থেকে চার গুণ বেশি) এবং স্মৃতিশক্তি হ্রাসের(1.4 গুণ বেশি ) ঝুঁকিও ৷

ABOUT THE AUTHOR

...view details