ওয়াশিংটন, 14 সেপ্টম্বর:ডেল মন্টে ইনস্টিটিউট ফর নিউরোসায়েন্সের গবেষকরা দেখেছেন, যে সমস্ত শিশুরা ট্রমাটিক ব্রেন ইনজুরি (টিবিআই)-তে ভোগে তাদের অন্যান্য শিশুদের তুলনায় অনেক বেশি মানসিক এবং আচরণগত সমস্যা রয়েছে (Risk of behavioral emotional issues in kids) ৷
নিউরো ইমেজে প্রকাশিত গবেষণা অনুসারে ড্যানিয়েল লোপেজ(এপিডেমিওলজি প্রোগ্রামের একজন পিএইচডি প্রার্থী) বলেছেন, "মাথায় এই আঘাতগুলির সম্পর্কে অধ্যয়ন করা কঠিন ৷ এর বেশিরভাগই আঘাত থেকে সেরে ওঠাই স্মৃতির উপর নির্ভর করে ৷ এর জন্য ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হয় না (Emotional issues in kids) ৷"
গবেষকরা অ্যাডোলেসেন্ট ব্রেইন কগনিটিভ ডেভেলপমেন্ট (এবিসিডি) স্টাডিতে অংশগ্রহণকারী হাজার হাজার শিশুদের থেকে সংগৃহীত এমআরআই রির্পোট এবং আচরণগত ডেটা ব্যবহার করেছেন । তাঁরা জানিয়েছেন, হালকা TBI যুক্ত শিশুদের মানসিক বা আচরণগত সমস্যার ঝুঁকি 15 শতাংশ বৃদ্ধির পেয়েছে ।