পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sukhibhava

Right To Sight: রাজস্থানই প্রথম রাজ্য যেটি অন্ধত্ব দূর করার জন্য একটি নীতি চালু করেছিল - Right To Sight

দেশের প্রথম রাজ্য হিসেবে রাজস্থান সরকার অন্ধত্ব দূর করতে বিপ্লবী পদক্ষেপ নিল । রাজ্যে আনা হয়েছে 'রাইট টু সাইট' নীতি (Right To Sight)।

Right To Sight News
রাজস্থানই প্রথম রাজ্য যেটি অন্ধত্ব দূর করার জন্য একটি নীতি চালু করেছিল

By

Published : Jan 14, 2023, 10:52 PM IST

হায়দরাবাদ: রাজস্থান সরকার দেশের প্রথম রাজ্য হিসাবে অন্ধত্ব নির্মূলের ক্ষেত্রে একটি বৈপ্লবিক পদক্ষেপ নিয়েছে । প্রথমবার রাজস্থানে 'রাইট টু সাইট' নীতি চালু হয়েছে । 'দেখার অধিকার' এর অর্থ, রাজস্থান সরকার কীভাবে প্রত্যেকের দেখার অধিকার থাকতে পারে সেদিকে মনোনিবেশ করেছে । মুখ্যমন্ত্রী অশোক গেহলটের নির্দেশে, শুক্রবার (13 জানুয়ারি) অন্ধত্ব প্রতিরোধে একটি নীতি চালু করেছে চিকিৎসা ও স্বাস্থ্য বিভাগ (Right To Sight)।

রাজ্যের তিন লাখেরও বেশি দৃষ্টি প্রতিবন্ধী মানুষের জীবনে আলো আনতে এই নীতি চালু করা হয়েছে । 2020 সালে দেশে অন্ধত্বের হার ছিল 1 দশমিক 1 শতাংশ এবং অন্ধত্ব নিয়ন্ত্রণ নীতির মাধ্যমে তা শূন্য দশমিক 3 শতাংশে নামিয়ে আনার কাজ করা হবে বলে জানা গিয়েছে । এই নীতি অনুসারে, রাজস্থান সরকার বাধ্যতামূলকভাবে সমস্ত সরকারি মেডিক্যাল কলেজে কেরাটোপ্লাস্টি কেন্দ্র এবং চক্ষু ব্যাংক চালু করবে । এছাড়া বেসরকারি প্রতিষ্ঠান ও এনজিও কর্তৃক সংগৃহীত কর্নিয়া সরকারি প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেওয়া হবে ।

এই ক্ষেত্রে কর্মরত স্বেচ্ছাসেবী সংস্থা, ট্রাস্ট, হাসপাতাল এবং অন্যান্য দাতব্য প্রতিষ্ঠানের সহায়তায় জেলাগুলিতে দৃষ্টি প্রতিবন্ধকতা দূর করার চেষ্টা করা হবে । এই প্রেক্ষাপটে, রাজ্য সরকার বেসরকারি সংস্থাগুলির সঙ্গে বড় পরিসরে চক্ষুদানের প্রচার চালাবে । চক্ষু বিশেষজ্ঞ, চক্ষু শল্যচিকিৎসক, স্নাতকোত্তর ছাত্র, চক্ষুদানের জন্য কাজ করা পরামর্শদাতা এবং চক্ষু সহকারী ইত্যাদিকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হবে ।

আরও পড়ুন: কৈশোরে মনে আনন্দ রাখুন, বার্ধক্যে কমবে রোগের ঝুঁকি

চিকিৎসা ও স্বাস্থ্য বিভাগের সচিব পৃথ্বী বলেন, "এই নীতিমালার অধীনে জনসচেতনতা ও দৃষ্টি উন্নয়ন কর্মসূচি এবং বিভিন্ন পেশাগত উন্নয়ন কর্মসূচির আয়োজন করা হবে ।" তাই শরীরের সকল সংবেদী অঙ্গের মধ্যে চোখকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় । কারণ চোখের একটি ছোটখাটো সমস্যা শুধু দৃষ্টিশক্তিকেই দুর্বল করে না অনেক সময় সম্পূর্ণ অন্ধত্বেরও কারণ হয়ে দাঁড়ায় । প্রতিবছর, বিশ্বজুড়ে বিপুল সংখ্যক মানুষ অবহেলা, দুর্ঘটনা বা রোগের কারণে অন্ধত্ব অনুভব করে । এমন সময়ে রাজস্থান সরকারের এই উদ্যোগ সত্যিই স্বাগত। অন্ধত্ব দূরীকরণে সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিগত পর্যায়ে প্রচেষ্টা চালালে তা একদিন অবশ্যই সফল হবে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details