সম্প্রতি রিডিং বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় প্রমাণ মিলেছে যে সব তরুণদের একমাসের জন্য় ভিটামিন বি 6-এর হাই ডোজ দেওয়া হয়েছে তাঁরা তুলনায় কম উদ্বেগ এবং বিষন্নতার সমস্যায় ভুগেছেন(Vitamin B6 to reduce depression) ৷ মুড ডিসঅর্ডার রোগ চিকিৎসার ক্ষেত্রে এই গবেষণা মূল্যবান কিছু তথ্য সরবরাহ করে ৷ ইউনিভার্সিটি অফ রিডিংস স্কুল অফ সাইকোলজি অ্যান্ড ক্লিনিক্যাল ল্যাঙ্গুয়েজ সায়েন্সেসের অধ্যাপক তথা গবেষণার প্রধান লেখক ডঃ ডেভিড ফিল্ড ব্যাখ্যা করেছেন যে, মস্তিষ্কের কার্যক্ষমতা উত্তেজক নিউরনগুলির মধ্যে একটি সূক্ষ্ম ভারসাম্যের উপর নির্ভর করে ৷ এর মধ্যে উত্তেজক নিউরনগুলি যেমন তথ্য পরিবহণ করে এবং প্রতিরোধকারী নিউরনগুলি অতিসক্রিয় আচরণকে বাধা দেয় । এই ধরণের ভারসাম্যে যদি কোনও ব্যাঘাত ঘটে তাহলেই মানুষ বিষন্নতার দিকে চলে যায় ৷ এটাই মুড ডিসঅর্ডার বা অন্যান্য নিউরোসাইক্রিয়াটিক রোগের কারণ হয় ৷
ডঃ ডেভিড ফিল্ড বলেন, "আমাদের গবেষণা দেখায় যে ভিটামিন বি 6 শরীরকে একটি নির্দিষ্ট কেমিক্যাল মেসেনঞ্জার তৈরি করতে সাহায্য করে যা মস্তিষ্কের আবেগকে বাধা দেয় ৷ এর প্রভাবে রোগীদের মধ্যে উদ্বেগ কমে যায় ।"এর আগেও বিভিন্ন গবেষণায় একথা পাওয়া গিয়েছে যে মাল্টি ভিটামিন উদ্বেগ কমাতে সাহায্য করে তবে কোন নির্দিষ্ট ভিটামিনটি এক্ষেত্রে তা নিয়ে খুব বেশি কথা হয়নি ৷
বর্তমান গবেষণায় মনোযোগ দেওয়া হয়েছে ভিটামিন বি 6-এর ওপর ৷ এই ভিটামিন শরীরের GABA (গামা-অ্যামিনোবিউটারিক অ্যাসিড) সংশ্লেষণকে উন্নত করে যা মস্তিষ্কের স্নায়ুকোষের আবেগকে নিয়ন্ত্রণ করে ৷ গবেষণার জন্য প্রায় 300 জন স্বেচ্ছাসেবক বেছে নেওয়া হয়েছিল ৷ একমাসের জন্য তাঁদের দৈনিক খাবারের সঙ্গে ভিটামিন বি 6 অথবা ভিটামিন বি 12 দেওয়া হয়েছিল ৷ সাধারণত যে পরিমাণ ভিটামিন বি 6 বা বি 12 নেওয়া হয় তার চেয়ে অন্তত 50 গুণ বাড়িয়ে দেওয়া হয় ৷