হায়দরাবাদ:ত্বকের যত্ন নেওয়ার জন্য তো নানা পদ্ধতিই আপনি কাজে লাগিয়ে থাকেন । আসলে কম বেশি আমরা সবাই এই কাজ করেই থাকি ৷ কখনও না কখনও ঘরোয়া টোটকা কাজে লাগিয়ে ত্বকের যত্ন নেওয়ার কথা ভাবি । বর্তমানে বাজারে অনেক ধরনের বিউটি প্রোডাক্ট পাওয়া যায় তবুও অনেকেই ত্বক সংক্রান্ত বহু সমস্যা থেকে মুক্তি পেতে ঘরোয়া প্রতিকার গ্রহণ করেন । মুলতানি মাটি এই প্রতিকারগুলির মধ্যে একটি, যা ত্বকের জন্য উপকারী বলে মনে করা হয় ।
যদি তৈলাক্ত ত্বকের সমস্যায় ভুগছেন, তাহলে ঘরে বসেই মুলতানি মাটির সাহায্যে তা দূর করতে পারেন । মুলতানি মাটির ফেসপ্যাক ত্বকের মৃত কোষ, ময়লা এবং মুখের তেল থেকে মুক্তি দিতে পারে । জেনে নিন, এটি বানানোর সহজ উপায় ৷
মুলতানি মাটি এবং টমেটো ফেস প্যাক: টমেটোতে অ্যাসিডিক এবং অ্যাস্ট্রিঞ্জেন্ট বৈশিষ্ট্য রয়েছে । এটি তৈলাক্ত ত্বককে ময়শ্চারাইজ করে এবং শক্ত করে । এই প্যাকটি তৈরি করতে একটি পাত্রে দুই টেবিল চামচ মুলতানি মাটিতে একটি টমেটো পেষ্ট করে নিন । এবার এই পেস্টে এক চামচ লেবুর রস যোগ করুন । এরপর প্যাকটিতে সব উপকরণ ভালো করে মিশিয়ে মুখে এবং ঘাড়ে লাগিয়ে 20 মিনিট রেখে দিন । এরপর কিছুক্ষন স্ক্রাব করুন এবং ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন ।