হায়দরাবাদ: বর্ষাকালে জামা-কাপড় শুকানো বিশাল বড় একটা চ্যালেঞ্জ ৷ লাগাতার বৃষ্টির কারণে কাচা জিনিস শুকোতে হয় ফ্যানের হাওয়ায় ৷ যার ফলে এই সময়ে জামাকাপড় থেকে বাজে গন্ধ বেরোতে থাকে ৷ তবে এবার পেতে মুশকিল আসান ৷ ভিজে আবহাওয়াতে বেশ কিছু উপায় মেনে চললেই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন ৷
ডিটারজেন্টের সঙ্গে মেশান ভিনিগার বা বেকিং সোডা: জামাকাপড় কাচার পাউডারের সঙ্গে মিশিয়ে নিতে পারেন একটু ভিনিগার বা বেকিং পাউডার ৷ এই গুলি ব্যবহারের ফলে জামাকাপড়ে ফাংগাস জমে না ৷ ফলে গন্ধের হাত থেকে মুক্তি পাওয়া যায় ৷
ফ্যানের হাওয়ায় শোকান : বৃষ্টির দিনে ঘরে ফ্যানের তলায় নিশ্চই কাপড়-জামা শুকোতে দেন ৷ সেক্ষেত্রে অতিরিক্ত একটা বিষয় মাথায় রাখুন, মাঝেমধ্যে ঘরের জানালাটা খুল দেবেন ৷ যাতে বাইরে হাওয়া আসতে পারে ৷ এতে ঘরের মধ্যে তৈরি হওয়া ভ্যাপসা গন্ধ থেকে মুক্তি পাওয়া যাবে এবং জামাকাপড়ও স্মেলি হবে না ৷
ডিটারজেন্ট পাউডার দেখে বাছুন : এই সময়ের জন্য ডিটারজেন্ট পাউডারে আনুন বদল ৷ লেবু বা গোলাপ গন্ধযুক্ত পাউডার বাজারে পাওয়া যায় ৷ বাড়িতে সেটাই নিয়ে আসুন ৷ ফলে জামা কাপড় কাচলে তার থেকে লেবু বা গোলাপের সুগন্ধী বেরোবে বা বাজে গন্ধ কেটে যাবে ৷ এমনকী, ডিটারজেন্ট পাউডারে লেবুর রসও ব্যবহার করা যেতে পারে৷