হায়দরাবাদ: চোখের তলায় কি চওড়া হচ্ছে ডার্ক সার্কেল ? তাহলে নিজের দিকেও নজর দেওয়াও জরুরি । অনেকের মধ্য়েই এই সমস্যাটি লক্ষ্য করা যায় । চোখে প্রচণ্ড চাপ পড়লে এই কালো দাগ দেখা যায় । কারণ চোখের আশপাশে যে কোষ আছে সেগুলির সমস্যা হলে চোখের চারপাশে ডার্ক সার্কেল পড়ে যায় । এই দাগ ঠিক করার জন্য বিভিন্ন ধরনের ফেসপ্যাক, ক্রিম ইত্যাদি ব্যবহার করে থাকেন ৷ জেনে নিন, এমন কিছু ঘরোয়া উপায় সম্পর্কে যা অবলম্বন করে আপনি সহজেই কালো দাগ থেকে মুক্তি পেতে পারেন ।
বাদাম তেল:ডার্ক সার্কেল দূর করতে বাদামের তেল খুবই কার্যকরী । এ জন্য রাতে হাতে 2-3 ফোঁটা বাদাম তেল নিয়ে চোখের নীচে আলতো করে মাসাজ করুন । এই প্রক্রিয়াটি প্রতিদিন করুন ৷ আপনি কয়েক দিনের মধ্যে পার্থক্য লক্ষ্য করবেন ।
টমেটো এবং লেবুর রস:টমেটো এবং লেবুর রস ব্যবহার করেও আপনি ডার্ক সার্কেল দূর করতে পারেন । এক চামচ টমেটোর রসে 4-5 ফোঁটা লেবুর রস মিশিয়ে তুলোর সাহায্যে চোখের নীচে লাগান । প্রায় 10-15 মিনিটের জন্য এটি ছেড়ে দিন । কিছু দিন পর, আপনি দেখতে শুরু করবেন ডার্ক সার্কেল হালকা হয়ে যাবে ।
শশা: ডার্ক সার্কেল দূর করতেও শশা ব্যবহার করা যেতে পারে । এর জন্য এক টুকরো শশা কেটে চোখের ওপর রাখুন । প্রতিদিন এটি করলে ডার্ক সার্কেল কমে যাবে ।