পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sukhibhava

Dark Circles Home Remedies: ঘরোয়া উপায় ডার্ক সার্কেল থেকে মুক্তি পাবেন কীভাবে ? - Skin Care Tips

চোখের নীচে কালো দাগ আমাদের সৌন্দর্যকে নষ্ট করে ৷ ঘরোয়া উপায়ে আপনি ডার্ক সার্কেল থেকে মুক্তি পেতে পারেন ৷ জেনে নিন, কী কী উপায়ে চোখের নীচে কালো দাগ দূর করবেন ?

Dark Circles Home Remedies News
ডার্ক সার্কেল থেকে মুক্তি পেতে ঘরোয়া উপায়ে এইগুলি করুন

By ETV Bharat Bangla Team

Published : Sep 15, 2023, 7:22 PM IST

Updated : Sep 15, 2023, 10:47 PM IST

হায়দরাবাদ: চোখের তলায় কি চওড়া হচ্ছে ডার্ক সার্কেল ? তাহলে নিজের দিকেও নজর দেওয়াও জরুরি । অনেকের মধ্য়েই এই সমস্যাটি লক্ষ্য করা যায় । চোখে প্রচণ্ড চাপ পড়লে এই কালো দাগ দেখা যায় । কারণ চোখের আশপাশে যে কোষ আছে সেগুলির সমস্যা হলে চোখের চারপাশে ডার্ক সার্কেল পড়ে যায় । এই দাগ ঠিক করার জন্য বিভিন্ন ধরনের ফেসপ্যাক, ক্রিম ইত্যাদি ব্যবহার করে থাকেন ৷ জেনে নিন, এমন কিছু ঘরোয়া উপায় সম্পর্কে যা অবলম্বন করে আপনি সহজেই কালো দাগ থেকে মুক্তি পেতে পারেন ।

বাদাম তেল:ডার্ক সার্কেল দূর করতে বাদামের তেল খুবই কার্যকরী । এ জন্য রাতে হাতে 2-3 ফোঁটা বাদাম তেল নিয়ে চোখের নীচে আলতো করে মাসাজ করুন । এই প্রক্রিয়াটি প্রতিদিন করুন ৷ আপনি কয়েক দিনের মধ্যে পার্থক্য লক্ষ্য করবেন ।

টমেটো এবং লেবুর রস:টমেটো এবং লেবুর রস ব্যবহার করেও আপনি ডার্ক সার্কেল দূর করতে পারেন । এক চামচ টমেটোর রসে 4-5 ফোঁটা লেবুর রস মিশিয়ে তুলোর সাহায্যে চোখের নীচে লাগান । প্রায় 10-15 মিনিটের জন্য এটি ছেড়ে দিন । কিছু দিন পর, আপনি দেখতে শুরু করবেন ডার্ক সার্কেল হালকা হয়ে যাবে ।

শশা: ডার্ক সার্কেল দূর করতেও শশা ব্যবহার করা যেতে পারে । এর জন্য এক টুকরো শশা কেটে চোখের ওপর রাখুন । প্রতিদিন এটি করলে ডার্ক সার্কেল কমে যাবে ।

আনারস এবং হলুদ: 2 চা চামচ আনারসের রসে 1 চিমটি হলুদ মেশান । এই মিশ্রণটি চোখের নীচে লাগান । প্রায় 10-15 মিনিট পরে জল দিয়ে ধুয়ে ফেলুন ।

অ্যালোভেরা জেল:অ্যালোভেরা জেল ত্বকের পাশাপাশি চুলের জন্যও খুবই উপকারী । চোখের নীচে অ্যালোভেরা জেল লাগিয়ে 15 মিনিট রেখে দিন । এর পর জল দিয়ে ধুয়ে ফেলুন । প্রতিদিন এটি করলে ডার্ক সার্কেল কমে যাবে ।

আরও পড়ুন:ওজন কমানো থেকে ত্বকের ঔজ্জ্বল্য, গাজর খাওয়ার আশ্চর্য উপকারিতা!

(পরামর্শগুলি শুধুমাত্র সাধারণ তথ্যের ভিত্তিতে ৷ আপনার কোনও প্রশ্ন থাকলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন)

Last Updated : Sep 15, 2023, 10:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details