পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sukhibhava

Remember Things During Travel in Monsoon: এই বিষয়গুলো মাথায় না রাখলে বর্ষায় বেড়াতে গেলে বিপদ - বর্ষায় প্রকৃতির অপরূপ রূপ

ভারতের কাছে পিঠে এমন অনেক জায়গা রয়েছে যেখানে এই বর্ষায় প্রকৃতির অপরূপ রূপ মুগ্ধ করে সকলকে ৷ সেই টানেই বৃষ্টি মাথায় নিয়ে অনেকে হন ঘরছাড়া ৷ তবে বেড়ানোর আনন্দ মাটি হতে পারে যদি এই বিষয়গুলি মাথায় না রাখেন ৷ রইল কিছু টিপস।

Remember Things During Travel in Monsoon
বর্ষায় বেড়াতে গেলে মাথায় রাখুন এই বিষয়গুলি

By

Published : Jul 27, 2023, 1:14 PM IST

হায়দরাবাদ: বাদলা দিনে অনেকই বেড়াতে যেতে পছন্দ করেন না ৷ অফিস আর বাড়িতেই কাটয়ে দেন পুরো বর্ষার মরশুম ৷ কিন্তু আবার এমন অনেকে আছেন, যাঁরা এই বৃষ্টির মধ্যে খুঁজে পান মাদকতা ৷ আর তাই তো ব্যাগপত্র গুছিয়ে বেড়িয়ে পড়েন নিজের গন্তব্যের উদ্দেশ্যে ৷ তাই বর্ষায় বেড়াতে যাওয়ার আগে নিজেকে তৈরি রাখুন ৷মাথায় রাখুন ছোট ছোট এই টিপসগুলি ৷

বর্ষার প্রাকৃতিক রূপ মুগ্ধ করে
  • বর্ষার মরশুমে আপনি কোথায় বেড়াতে যেতে চাইছেন, আগে সেখানকার আবহাওয়া কীরকম সেই সম্পর্কে বিশদে জানুন ৷ কারণ এমন অনেক জায়গা রয়েছে, যেখানে অতিরিক্ত বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয় ৷ আবার ধসের আশঙ্কাও থাকে ৷ যেমন ধরুন- হিমাচলপ্রদেশ ৷ তাই এক সপ্তাহ আগে থেকে প্ল্যান করুন, সেই জায়গার আবহাওয়া সম্পর্কে জানুন তারপর সেখানে ঘুরতে যান ৷
জিনিসপত্র ঠিক রাখতে রাখুন লাগেজ কভার
  • গ্রীষ্ম বা শীতকালে জামাকাপড় নিয়ে যে ফ্যাশন করা যায়, তার থেকে বিরত থাকতে হয় বর্ষাকালে ৷ কিছু কিছু ট্রেন্ডি পোশাক থাকে এই সিজনের জন্য ৷ তবে যেহেতু আপনি বাড়ির বাইরে যাচ্ছেন, তাই জামাকাপড় বুঝে প্যাক করা উচিত ৷ কারণ যদি কোনওভাবে সেই গুলো সব ভিজে যায়, তা শুকানোও একটা সমস্যা ৷ শুধু তাই নয়, হতে পারে সেই বিজে কাপড়ই আপনাকে ব্যাগে প্যাক করতে হল ৷ সেটা খুবই বিরক্তিকর ৷ তাই সিন্থেটিক পোশাক বর্ষার মরশুমের জন্য সেরা পছন্দ ৷
বর্ষায় জ্যাম-যট এড়িয়ে চলুন
  • এই সিজনে ঝেঁপে বৃষ্টি কখন আসবে তা বলা কারও পক্ষেই সম্ভব নয় ৷ অন্যদিকে, প্রচণ্ড বৃষ্টিতে যানজটের আশঙ্কাও থাকে ৷ তাই এক হতে পারে প্রচণ্ড বৃষ্টি মাথায় নিয়ে বেরোবেন না ৷ আর দ্বিতীয়ত যদি বেরোতেই হয় প্লেন, বাস, ট্রেন ধরার জন্য তাহলে অতিরিক্ত সময় নিয়ে বেরোবেন ৷

আরও পড়ুন: বর্ষায় জামাকাপড়ে গন্ধ, এই নিয়ম মেনে চললেই মুশকিল আসান

  • লাগেজ ব্যাগকে বাঁচাতে কভার অবশ্যই ব্যবহার করবেন ৷ যদি মনে করেন, আপনার ব্যাগ ওয়াটারপ্রুফ ৷ তাহলেও অতিরিক্ত সতর্কতা হিসাবে সঙ্গে প্লাস্টিক রাখুন ও ব্যাগের কভার রাখুন ৷ যাতে ব্যাগের ভিতরে থাকা জিনিসপত্র কোনওভাবেই ভিজে না যায় ৷
ব্যাগে ওষুধপত্র অবশ্যই রাখবেন
  • ইমারজেন্সি কিট রাখুন সঙ্গে ৷ যার মধ্যে ওষুধপত্র, শুকনো খাবার, চার্জার, পাওয়ার ব্যাঙ্ক রাখুন ৷ পাশাপাশি মনে করে ব্যাগে রাখবেন একটা টর্চ, মশা বা পোকামাকড় থেকে বাঁচার স্প্রে বা ওষুধ ৷ ওষুধের তালিকায় সর্দি-কাশি, জ্বর, পেটের সংক্রমণ ইত্যাদি অবশ্যই রাখবেন ৷

(প্রতিবেদনটি সাধারণ তথ্যের উপর ভিত্ত করে লেখা । বিশদে জানতে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন ।)

ABOUT THE AUTHOR

...view details