হায়দরাবাদ, 9 ডিসেম্বর : 'জিরোসায়েন্স জার্নালে' প্রকাশিত গবেষণার তথ্য বলছে, যারা নিয়মিত ব্যায়াম করেন তাদের নিউমোনিয়া হওয়ার পাশাপাশি মারা যাওয়ার ঝুঁকিও অনেকটাই কমে যায় (regular exercise decreases risk of pneumonia death) ৷ নিয়মিত ব্যায়াম নিউমোনিয়া ছাড়াও অন্য সংক্রামক রোগেরও ঝুঁকি কমিয়ে দেয় ।
গবেষণায় দেখা গিয়েছে যে, যারা নিয়মিত ব্যায়াম করেন তাঁদের নিউমোনিয়া এবং নিউমোনিয়াজনিত মৃত্যুর ঝুঁকি কম থাকে ৷ ব্রিস্টল মেডিক্যাল স্কুল ট্রান্সলেশনাল হেলথ সায়েন্সেস (Translational Health Sciences) এর এভিডেন্স সিন্থেসিসের সিনিয়র লেকচারার ডঃ সেটর কুনুটসর বলেন, ‘‘বিষয়টির উপর পরিচালিত সমস্ত গবেষণার বিশ্লেষণ করে দেখা গিয়েছে নিয়মিত ব্যায়াম করা ব্যক্তির নিউমোনিয়া হওয়ার ঝুঁকি এবং সেইসঙ্গেই নিউমোনিয়া-সহ অন্যান্য রোগ থেকে মৃত্যুর ঝুঁকি কমিয়ে দেয় ।’’