হায়দরাবাদ :আতঙ্কের নাম ‘ওমিক্রন’ ৷ ইতিমধ্যেই কোভিডের আতঙ্ক ফিরিয়ে এনেছে কোভিডেরই এই নতুন ভ্যারিয়েন্ট ৷ তারমধ্যেই নতুন লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছেন অনেকে ৷ যার পোশাকি নাম ‘মানসিক অবসাদ’ ৷ করোনাকালে যার পাল্লায় পড়ে বিধ্বস্ত হয়েছেন অনেকে ৷
অস্ট্রেলিয়ার মেন্টাল হেলথ থিঙ্ক ট্যাঙ্কের সর্বশেষ প্রতিবেদনে দেখা গিয়েছে, কোভিড ইতিমধ্যেই মানুষের মানসিক, সামাজিক এবং আর্থিক চাপ বাড়িয়ে দিয়েছে ৷ যার মধ্যে রয়েছে শিশুরাও ৷ ওমিক্রনের সংক্রমণ বা ফের লকডাউন শুরু হলে, আবার এই সমস্যা দেখা দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷ জেনে নিন এই মানসিক অবসাদ কাটানোর কিছু উপায় ৷
আরও পড়ুন : Sukhivaba : শরীর-মন সুস্থ রাখতে মিউজিক থেরাপি উপকারী, জানাচ্ছে গবেষণা
পুষ্টিকর খাবার খান :খাবার শুধু পেটের নয় ৷ ভাল খাবার কাজে দেয় মন ভাল রাখতেও ৷