হায়দরাবাদ: করোনা গত তিন বছরে সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষের প্রাণ নিয়েছে । আজও লক্ষ লক্ষ মানুষ এই রোগের সঙ্গে লড়াই করছে । অনেকের পুনরুদ্ধার সত্ত্বেও উপসর্গ রয়েছে । আমেরিকার রচেস্টার ইনস্টিটিউট অফ টেকনোলজির (আরআইটি) বিজ্ঞানীদের সাম্প্রতিক গবেষণা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে বিভিন্ন জাতিদের মধ্যে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা এখনও বেশি । তারা কম্পিউটার সিমুলেশনের ভিত্তিতে এই সিদ্ধান্তে পৌঁছেছে (Covid)।
করোনা কোষে প্রবেশ করতে তার স্পাইক প্রোটিন ব্যবহার করে । গবেষকরা পরীক্ষা করেছেন, কীভাবে এই প্রোটিনগুলি বিভিন্ন রূপরেখায় মানব এবং বাদুড়ের কোষে ACE2 রিসেপ্টরগুলির সঙ্গে আবদ্ধ হয় । গবেষণায় অংশগ্রহণকারী গ্রেগরি ব্যাবিট বলেছেন, "আমরা আশা করেছিলাম যে বিবর্তনীয় সামঞ্জস্যের কারণে ভাইরাসটি মানুষের সঙ্গে বেশি খাপ খাইয়ে নেবে এবং বাদুড়ের সঙ্গে কম খাপ খাবে । কিন্তু আমরা দেখেছি যে কোনও বড় পরিবর্তন হয়নি । এর কারণ হল ACE2 সাইট যা ভাইরাস প্রবেশের জন্য ব্যবহার করে । কোষ পরিবর্তন হয় না ৷"