হায়দরাবাদ:চারদিকে বেড়েই চলেছে প্লাস্টিকের ব্যবহার ৷ তার জেরে যেমন দূষণ ছড়াচ্ছে তেমন বাড়ছে অন্যান্য সমস্যাও ৷ প্লাস্টিক যেভাবে জল দূষণ এবং বায়ুদূষণের কারণ হয়ে দাঁড়িয়েছে তেমনই ন্যাশানাল ইন্সটিউট অফ নিউট্রেশন-এর সাম্প্রতিক গবেষণা বলেছে বন্ধ্য়াত্ব বা ইনফার্টিলিটিরও কারণ হতে পারে এই প্লাস্টিক বর্জ্য ৷
প্রজননের ক্ষেত্রে ঠিক কী ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে এই প্লাস্টিক? প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত হয় বিপিএ নামক একটি রাসায়নিক যা নারী দেহে প্রবেশ করলে গর্ভস্থ সন্তানের প্রবল ক্ষতির সম্ভাবনা রয়েছে ৷ গবেষণা বলছে এর পার্শ্ব প্রতিক্রিয়া এতটাই ভয়ংকর যে এর থেকে পুরুষ সন্তানের শুক্রানুর গুণমান প্রভাবিত হতে পারে ৷
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর তাঁর বয়ানে জানিয়েছিলেন, আমাদের দেশের অনেক মৃত গরু বা মোষের পেট থেকে কমপক্ষে 30 কেজি প্লাস্টিক পাওয়া যায় ৷ এই তথ্যই বলে দেয় যে প্লাস্টিক দূষণ কীভাবে চারিদিকে ছড়িয়ে পড়েছে ৷ জলজ প্রাণীদের জন্যও মারাত্মক হয়ে উঠেছে এই প্লাস্টিক ৷ মাইক্রোপ্লাস্টিক এবং ন্যানোপ্লাস্টিক অনেক ক্ষেত্রেই জলজ প্রাণীদেরও মৃত্যুর কারণ হয়ে উঠছে ৷