পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sukhibhava

Bad Effects of Plastic: প্লাস্টিক দূষণ মারাত্মক প্রভাব ফেলতে পারে প্রজনন ক্ষমতায় - প্লাস্টিক দূষণ প্রভাব ফেলতে পারে প্রজনন ক্ষমতায়

চারিদিকে বাড়ছে প্লাস্টিক দূষণ ৷ আর এই দূষণ মানব দেহের বিপুল ক্ষতি করতে পারে বলছে গবেষণা ৷ ন্যাশানাল ইন্সটিউট অফ নিউট্রেশন-এর সাম্প্রতিক গবেষণা বলছে প্রজনন ক্ষমতা এবং ভ্রুণের বৃদ্ধিতেও প্রভাব ফেলে প্লাস্টিক ৷

Effects of Plastic
প্লাস্টিক ক্ষতি করতে পারে ভ্রুণেরও

By ETV Bharat Bangla Team

Published : Oct 11, 2023, 3:24 PM IST

Updated : Oct 11, 2023, 3:33 PM IST

হায়দরাবাদ:চারদিকে বেড়েই চলেছে প্লাস্টিকের ব্যবহার ৷ তার জেরে যেমন দূষণ ছড়াচ্ছে তেমন বাড়ছে অন্যান্য সমস্যাও ৷ প্লাস্টিক যেভাবে জল দূষণ এবং বায়ুদূষণের কারণ হয়ে দাঁড়িয়েছে তেমনই ন্যাশানাল ইন্সটিউট অফ নিউট্রেশন-এর সাম্প্রতিক গবেষণা বলেছে বন্ধ্য়াত্ব বা ইনফার্টিলিটিরও কারণ হতে পারে এই প্লাস্টিক বর্জ্য ৷

প্রজননের ক্ষেত্রে ঠিক কী ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে এই প্লাস্টিক? প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত হয় বিপিএ নামক একটি রাসায়নিক যা নারী দেহে প্রবেশ করলে গর্ভস্থ সন্তানের প্রবল ক্ষতির সম্ভাবনা রয়েছে ৷ গবেষণা বলছে এর পার্শ্ব প্রতিক্রিয়া এতটাই ভয়ংকর যে এর থেকে পুরুষ সন্তানের শুক্রানুর গুণমান প্রভাবিত হতে পারে ৷

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর তাঁর বয়ানে জানিয়েছিলেন, আমাদের দেশের অনেক মৃত গরু বা মোষের পেট থেকে কমপক্ষে 30 কেজি প্লাস্টিক পাওয়া যায় ৷ এই তথ্যই বলে দেয় যে প্লাস্টিক দূষণ কীভাবে চারিদিকে ছড়িয়ে পড়েছে ৷ জলজ প্রাণীদের জন্যও মারাত্মক হয়ে উঠেছে এই প্লাস্টিক ৷ মাইক্রোপ্লাস্টিক এবং ন্যানোপ্লাস্টিক অনেক ক্ষেত্রেই জলজ প্রাণীদেরও মৃত্যুর কারণ হয়ে উঠছে ৷

উপকূলীয় বাসিন্দাদের ফুসফুস, লিভার এবং কিডনিতেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি লক্ষ্য করেছেন গবেষকরা ৷ এই মাইক্রোপ্লাস্টিক ক্যানসারের ঝুঁকিও বাড়িয়ে দিতে পারে এমনটাই দাবি করেছেন বিশেষজ্ঞরা ৷ আগের গবেষণাতে ইতিমধ্য়েই জানা গিয়েছে প্লাস্টিক বর্জ্য পরিবেশ দূষণ তো ঘটায় বটেই তার সঙ্গে ভূ-গর্ভস্থ জল আর মানুুষের শরীরের বিভিন্ন কোষেরও বিপুল ক্ষতি করে ৷

আরও পড়ুন:ডায়াবেটিসের সমস্যায় খেতে পারেন এই স্মুদি ! কীভাবে বানাবেন দেখে নিন

ডাচ বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন মাইক্রোপ্লাস্টিক রক্তকোষেও ঢুকে পড়তে পারে ৷ আবার একটি চিনা গবেষণায় দাবি করা হয়েছে, হৃৎপিণ্ডেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গিয়েছে ৷ আর ন্যাশানাল ইনস্টিটিউট অফ নিউট্রেশন-এর সাম্প্রতিক গবেষণায় তো একটি চাঞ্চল্যকর তথ্য মিলেছে ৷ জানা গিয়েছে প্লাস্টিক বর্জ্য ভ্রূণের বৃদ্ধির ক্ষেত্রেও বাধার কারণ হতে পারে ৷

Last Updated : Oct 11, 2023, 3:33 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details