হায়দ্রাবাদ: একটি নতুন সমীক্ষায় দেখা গিয়েছে, নিম্নবিত্ত পরিবারের(low income) পিতামাতারা বেশিরভাগ সময় অস্বাস্থ্যকর খাবার কেনেন ৷ এটি শুধুমাত্র ওই সমস্ত খাবারের সহজলভ্যতা বা দাম কম হওয়া এমনকী বিজ্ঞাপনের চমক দ্বারাও প্রভাবিত হয় না । আর্থ-সামাজিক পরিস্থিতিও অনেকাংশে দায়ী হয়ে থাকে।
লন্ডন বিশ্ববিদ্যালয়ের(University of London) সিটি ফুড পলিসি সেন্টার নিম্নবিত্ত পরিবারের পিতামাতাদের খাবার কেনার অভ্যাস কেমন তা জানতে একটি সমীক্ষা করে । তাতে দেখা গিয়েছে, পরিবারের খাদ্যাভ্যাস অনেকটাই প্রভাবিত হয় পরিবেশ দ্বারা । অর্থনৈতিক সমস্যায় ভুগতে থাকা পরিবার অস্বাস্থ্যকর খাবার কিনতে বাধ্য হয় ।
আরও পড়ুন: সংবাদের আসক্তি মানসিক সমস্যার কারণ হতে পারে, কি বলছে গবেষণা