লন্ডন, 5 সেপ্টেম্বর: আপনি কি খুব বেশি ধূমপান করেন ? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে এখনই সাবধান হন । কারণ এই আসক্তি শুধুমাত্র আপনার জীবনেরই নয়, আপনার সন্তানদেরও মারাত্মক ক্ষতি করতে পারে । একটি গবেষণায় সতর্ক করা হয়েছে, বাবা-মায়ের ধূমপানের কারণে সন্তানদের ফুসফুসের রোগের আশঙ্কা বাড়তে পারে । এইধরনের শিশুদের পরবর্তী জীবনে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি) হতে পারে (European Respiratory Society)। মার্কিন গবেষকদের মতে, যারা শৈশব ধূমপানের পরিবেশে কাটিয়েছেন তাদের সিওপিডির কারণে মৃত্যু হওয়ার আশঙ্কা অন্যদের তুলনায় 31 শতাংশ বেশি । এইধরনের পরিবেশে বসবাসকারী প্রাপ্তবয়স্কদের এই রোগে অকাল মৃত্যুর সম্ভাবনা প্রায় 9 শতাংশ বেশি (Parental smoking habit influence teenagers)। আমেরিকান ক্যানসার সোসাইটির গবেষক ডব্লিউ রায়ান ডাইভার বলেন, "শৈশবে অন্যদের ধূমপানের প্রভাব এবং মধ্য বয়সে সিওপিডি থেকে অকালমৃত্যুর মধ্যে সম্পর্ক খুঁজতে এটাই প্রথম গবেষণা ।"
এদিকে, একটি নতুন গবেষণায় দেখা গিয়েছে, যে কিশোর-কিশোরীরা যাদের বাবা-মা ধূমপান করেন তাদের ই-সিগারেট ব্যবহার করার প্রবণতা বেশি হয়ে থাকে । স্পেনের বার্সেলোনায় ইউরোপিয়ান রেসপিরেটরি সোসাইটি কংগ্রেসে উপস্থাপিত গবেষণায় দেখা গিয়েছে, যে কিশোর-কিশোরীর বাবা-মা ধূমপান করেন তাদের ই-সিগারেট ব্যবহার করার সম্ভাবনা 55 শতাংশ বেশি এবং ধূমপানের সম্ভাবনা 51 শতাংশ বেশি ।