হায়দরাবাদ: ত্বকের যত্নে আমরা কত কিছুই না ব্যবহার করি । বিভিন্ন ভেষজ উপাদান, দুধ, চন্দন, বিভিন্ন ফল ত্বকের যত্নে ব্যবহার করা হচ্ছে । lতবে ফল দিয়ে রূপচর্চা করলে খুব ভালো উপকারিতা পাই আমরা । এটা আমরা সকলেই জানি ৷ সামনেই পুজো ৷ আপনার ত্বককে উজ্জ্বল দেখাতে হবে ৷ তেমনই একটি ফল হচ্ছে কমলালেবু । যেটি আমরা উজ্জ্বল ত্বকের জন্য ব্যবহার করি ৷ তাছাড়া কেমিক্যাল যুক্ত প্রসাধনী ত্বকের ক্ষতিই করে থাকে । তাই যদি ফল দিয়ে ঘরোয়া উপায়েই ত্বকের যত্ন নেওয়া যায়, সেটা থেকেই মিলবে সবচেয়ে বেশি উপকারিতা। তাহলে আসুন জেনে নেওয়া যাক কীভাবে সহজ উপায়ে কমলালেবু দিয়ে ত্বকের যত্ন নেবেন (Orange For skin care)।
1) কমলালেবুর খোসা ভালোভাবে পেষ্ট করে নিন । এরসঙ্গে পরিমাণ মতো বেসন ও গোলাপজল ভালো করে মিশিয়ে নিন । মিশ্রণটি ঘন হতে হবে । এবার পুরো মুখ ও গলায় এই মিশ্রণটি লাগিয়ে নিন । শুকালে হালকা করে সার্কুলার মুভমেন্টে ম্যাসাজ করুন । এরপর নরমাল ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন । এই প্যাকটি সপ্তাহে তিনদিন ব্যবহার করুন । এতে ত্বক হবে উজ্জ্বল ৷