ওয়াশিংটন, 12 জুন: প্রেমের জাল পাতা ভুবনে, কখন কে ধরা পড়ে কে জানে...৷ সত্যিই তো প্রেম তো করা যায় না, প্রেম হয়ে যায় ৷ কখনও প্রথম দেখাতেই আবার কখনও একে অপরকে জানতে-বুঝতে গিয়ে আবার কখনও একসঙ্গে কাজ করতে গিয়ে ৷ হ্যাঁ, অফিস রোম্যান্স-এর কথা নিশ্চই শুনেছেন ৷ দেখেছেন নিশ্চই আপনার পাশে বসেই আপনারই দুই সহকর্মী প্রেমে মশগুল হয়ে আছেন ৷ এই অভিজ্ঞতাকে অস্বীকার করার উপায় নেই ৷ তবে এই জাতীয় বিষয় নষ্ট করে অফিস কালচারকে ৷ এমনটাই বলছে সমীক্ষা ৷
মনে করা যাক, একটা কর্পোরেট অফিস ৷ সেখানে নারী-পুরুষ উভয়ই কাজ করেন ৷ সহকর্মী হিসাবে একসঙ্গে খাওয়া-আড্ডা, খুনসুটি, সুখ-দুঃখের লেনদেন সবকিছুই হওয়াটা স্বাভাবিক ৷ বিষয়টা ধীরে ধীরে বিরক্তির দিকে চলে যায়, যখন দেখা যায়, বিশেষ সেই সহকর্মী যখন কাজের ক্ষেত্রে আর পাঁচজনের থেকে বেশি সুযোগ-সুবিধা পেয়ে থাকেন ৷ আবার এর উলটোটাও হয় ৷ দুই সহকর্মীর মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হলে বাকি সহকর্মীরা তাঁদের একঘরে করে দিতেও পারেন ৷ অর্থাৎ বিশেষ দুটি মানুষের সঙ্গে কথা কম বলা, বা ক্ষেপানো বা বন্ধুত্বের সম্পর্কের সহজাত বিষয়টা থেকে দূরে সরে আসা, এই সবকিছুরই অভিজ্ঞতা কাজের জায়গায় হয়ে থাকে ৷
চিনের নানচাং জুন কিউ স্কুল, ইন্সটিটিউট অফ টেকনোলজি সম্প্রতি এক সমীক্ষা সামনে এনেছে ৷ সেই সমীক্ষায় বলা হয়েছে, কর্মক্ষেত্রে রোম্যান্স বা প্রেম কর্মীদের কাজের সঙ্গে সম্পর্কিত মনোভাব এবং আচরণকে প্রভাবিত করতে পারে ৷ যেমন কর্মক্ষমতায় প্রভাব ফেলে ৷ কাজের সন্তুষ্টি নষ্ট করে ৷