হায়দরাবাদ, 29 সেপ্টেম্বর : প্রতি বছর 28 সেপ্টেম্বর "বিশ্ব ব়্যাবিস দিবস" (World Rabies Day) পালন করা হয়ে বিশ্বজুড়ে ৷ রইল এ দিন এবং বিষয়টি নিয়ে বেশ কিছু জরুরি তথ্য ৷
বিশ্ব ব়্যাবিস দিবস নিয়ে জরুরি তথ্য-
আমাদের দেশে প্রতি বছর 15-20 লক্ষ মানুষ ব়্যাবিস বা জলাতঙ্ক রোগে আক্রান্ত হন ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (World Health Organisation, WHO) দেওয়া তথ্য অনুযায়ী প্রতি বছর প্রায় 20 হাজার মানুষ ব়্যাবিসে আক্রান্ত হয়ে মারা যান ৷ এ বিষয়ে সচেতনতামূলক প্রচারের জন্য প্রতি বছর এই দিনটি পালিত হয় ৷
এ বছর এই দিনের থিম 'ব়্যাবিস: তথ্য, ভয় নয়' (Rabies: Facts, not Fear) ৷ এতে ব়্যাবিস বা জলাতঙ্ক সম্বন্ধে প্রচলিত তথ্য, ভুল তথ্যগুলি তুলে ধরে পাশাপাশি সঠিক তথ্য প্রচার করা হবে, যাতে সাধারণ মানুষের ভয় কাটানো যায় ৷
ব়্যাবিস দিবসের ইতিহাস-
বিশ্ব ব়্যাবিস দিবস (The World Rabies Day) প্রথম পালিত হয় 2007 সালে ৷ হু-র (WHO) সঙ্গে একযোগে আমেরিকার 'গ্লোবাল অ্যালায়েন্স ফর ব়্যাবিস কন্ট্রোল' (Global Alliance for Rabies Control), 'সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন' (Centers for Disease Control and Prevention, CDC) এই দিনটি পালনের উদ্যোগ নেয় ৷ 2030-র মধ্যে এই গ্রহ থেকে রোগটিকে দূর করার লক্ষ্যে বহু সংগঠন, সরকারি, বেসরকারি সংস্থা একসঙ্গে কাজ করছে ৷
ব়্যাবিস বা জলাতঙ্ক কী ?
এটি এক ধরনের জুনোটিক রোগ (zoonotic disease), যা পশু থেকে মানুষে ছড়ায় ৷ 'দ্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ব়্যাবিস কন্ট্রোল' (The Global Alliance for Rabies Control) জানিয়েছে, একটি সংক্রামিত স্তন্যপায়ী প্রাণীর (mammal) স্নায়ুতন্ত্রের কোষ (nervous system tissues) বা লালারস (saliva) থেকে অন্য স্তন্যপায়ী প্রাণীতে ছড়ায় এই ভাইরাস সংক্রমণ ৷ ব়্যাবিস ভাইরাসে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র (Central Nervous System) আক্রান্ত হয় এবং মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয় ৷ যার শেষ পরিণতি মৃত্যু ৷ ব়্যাবিস বা জলাতঙ্কে মৃত্যুর হার 99.9% ৷
সংক্রামিত পশুর কামড় বা আঁচড় থেকে এই সংক্রমণ ছড়িয়ে পড়ে ৷ বেশির ভাগ ক্ষেত্রে কুকুরের থেকে মানুষে এই ভাইরাস ছড়িয়ে পড়ে (বিশ্বে 95%) ৷ এছাড়া বাদুড়, রেকুন (raccoon), শকুন (skunk), শেয়াল (foxes), নেকড়ে (coyotes) জাতীয় প্রাণীর থেকেও এই রোগ ছড়াতে পারে ৷