হায়দরাবাদ: চোখের নীচে কালো দাগের সমস্যায় ভোগেন অনেকেই । এর পিছনে জেনেটিক কারণ থেকে শুরু করে ঘুমের অভাব, পুষ্টির অভাব, মানসিক চাপ ইত্যাদি অনেক কারণ থাকতে পারে । বিশেষ করে বর্তমানের দৌড়ঝাঁপময় জীবনে বিশ্রামের অভাব, ভালো ঘুমের অভাব, ক্রমাগত ক্লান্তি এবং পুষ্টিকর খাবারের অভাবের কারণে এই সমস্যাটি সাধারণ হয়ে উঠেছে ।
কাঁচা আলু:একটি কাঁচা আলু ছেঁকে এর রস বের করুন । তুলোর সাহায্যে চোখের নীচে এই রস লাগান । তারপর 10 মিনিট পর ধুয়ে ফেলুন । আলুকে প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট হিসেবে বিবেচনা করা হয় ৷ এটি ত্বককে হালকা করে এবং কালো দাগ কমায় ।
শশা:দুই টুকরো শশা কেটে চোখের নীচে রাখুন । 15-20 মিনিট পর মুখ ধুয়ে ফেলুন । শশা প্রতিদিন প্রয়োগ করলে তা চোখকে আর্দ্র করে এবং রক্ত সঞ্চালন উন্নত করে ৷ যার ফলে ডার্ক সার্কেল হ্রাস পায় ।
ঠান্ডা টি ব্যাগ: প্রথমে টি-ব্যাগগুলি জলে ডুবিয়ে ফ্রিজে রেখে দিন । তারপর ঠাণ্ডা হয়ে গেলে চোখের ওপর টি-ব্যাগ 10 থেকে 12 মিনিট রাখুন । প্রতিদিন এটি ব্যবহার করুন । ক্যাফেইন ফোলা দূর করতে কাজ করে টি-ব্যাগ ।