পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sukhibhava

National Nutrition Week 2023: পাতে থাকুক স্বাস্থ্যকর খাবার, সুস্থ শরীরের চাবিকাঠি দিলেন পুষ্টিবিদ - পাতে থাকুক স্বাস্থ্যকর খাবার

National Nutrition Week (September 1 to 7): শারীরিক ক্ষমতা থেকে শুরু করে মানসিক শক্তি বৃদ্ধি ও বিকাশের জন্য অপরিহার্য হল পুষ্টি ৷ তাই প্রতি বছর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে জুড়ে পালিত হয় জাতীয় পুষ্টি সপ্তাহ ৷ যদিও পুষ্টিবিদদের মতে সেপ্টেম্বর মাস ধরেই ‘জাতীয় পুষ্টি মাস’ পালন করা হয়ে থাকে ৷ এ বিষয়ে বিশিষ্ট পুষ্টিবিদ ডঃ অরিত্র খাঁয়ের সঙ্গে কথা বলেন ইটিভি ভারতের প্রতিনিধি অনামিকা ভট্টাচার্য ৷

Nation Nutrition Week News
জাতীয় পুষ্টি সপ্তাহ

By ETV Bharat Bangla Team

Published : Sep 7, 2023, 8:02 AM IST

হায়দরাবাদ:সুস্থভাবে বেঁচে থাকার জন্য আমাদের পুষ্টির প্রয়োজনীয়তা অনস্বীকার্য ৷ সার্বিক স্বাস্থ্যের উন্নতিতে পুষ্টির প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করতেই প্রতি বছর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে পালিত হয় জাতীয় পুষ্টি সপ্তাহ। সারা দেশজুড়েই 1 থেকে 7 সেপ্টেম্বর পালন করা হয় ‘জাতীয় পুষ্টি সপ্তাহ’ । পর্যাপ্ত পুষ্টিই যে সুস্থ জীবনের চাবিকাঠি, তা সম্পর্কে সাধারণের সচেতনতা বাড়াতে এই উদ্যোগ। তবে ইদানিং এক সপ্তাহের বদলে সারা মাস জুড়েই সচেতনতা বাড়ানোর চেষ্টা চলে ৷ তাই পুষ্টিবিদদের মতে, সেপ্টেম্বর মাসকে বলা হয় ‘জাতীয় পুষ্টি মাস’ ৷ ইটিভি ভারতকে এমনটাই জানালেন কেপিসি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সাম্মানিক ক্লিনিক্যাল পুষ্টিবিদ ডঃ অরিত্র খাঁ ৷

তিনি বলেন, "এই বছরের থিম হল সুপোষিত ভারত, সাক্ষর ভারত, সশক্ত ভারত (Suposhit Bharat, Sakshar Bharat, Sashakt Bharat)৷ এছাড়াও মহিলা ও শিশুর উন্নয়নে মন্ত্রণালয় থেকে যে বিষয় দেওয়া হয়েছে তা হল, জন্মের পর একটি শিশু ছ’মাস পর্যন্ত মায়ের দুধ খাবে ৷ সেই সময় তার বাইরের কোনও খাবার বা কোনও প্যাকেটজাত দুধের প্রয়োজন নেই ৷ ছ’মাসের পর শিশুকে আস্তে আস্তে অন্য খাবার খাওয়ানো উচিত ৷ বলা হয়ে থাকে, পুষ্টির প্রয়োজনীয়তা ও কোন সময়ে কতটা পুষ্টি দরকার, তা সম্পর্কে প্রত্যেকের অবগত হওয়া প্রয়োজন ৷’’

তাঁর কথায়, পুষ্টি নিয়ে এখনও আমাদের মধ্যে একটা অশিক্ষা রয়ে গিয়েছে ৷ ফলে তিনি বিভিন্ন গ্রামে গ্রামে পুষ্টির প্রয়োজনীয়তা নিয়ে কাজ করেন ৷ যাতে পুষ্টি বিষয়ে প্রত্যেকে অবগত থাকতে পারেন ৷ যেমন, অ্যানিমিয়াজনিত অপুষ্টি, আয়রন ডেফিসিয়েন্সি ইত্যাদি নিয়ে সাধারণের মধ্যে থাকা ভুল ধারণা যাতে দূর হয় ৷

পুষ্টি মাসের গুরুত্ব সম্বন্ধে তিনি বলেন, ‘‘সবাইকে একটা ব্যালেন্স ডায়েট মেনে চলা প্রয়োজন ৷ কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, মিনারেল যেগুলি আমাদের দেহে পরিপোষক, সেগুলি ঠিকঠাক পাওয়া যাচ্ছে কি না, সেই নিয়ে মানুষের খেয়াল রাখা জরুরি ৷ এছাড়াও অসংক্রামক রোগ যেমন, ডায়াবেটিস, ওবেসিটি এবং কিডনির সমস্যাগুলি প্রতিরোধ করতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন ৷’’

তিনি জানান, কৃষকরা যে ফসল ফলাচ্ছেন সেগুলির উপর জোর দেওয়া দরকার ৷ দামি ফল যেমন, ব্লুবেরি, ব্ল্যাকবেরি, ক্র্যানবেরি এগুলি কম খেয়ে কালো জাম বা অন্যান্য ফল এগুলি বেশি পরিমানে খাওয়ার পরামর্শ দেন ৷ এছাড়াও ফাস্ট ফুডের বদলে বাজার থেকে পুষ্টিকর সবজি খাওয়ার কথাও বললেন তিনি ৷

আরও পড়ুন:স্বাস্থ্যকর খাবারে সমান অধিকার, জাতীয় পুষ্টি সপ্তাহে নিন অঙ্গীকার

ABOUT THE AUTHOR

...view details