পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sukhibhava

Multi Cancer Blood Test: এক রক্ত পরীক্ষাতেই দ্রুত ক্যানসার সনাক্তকরণ সম্ভব, দাবি গবেষকদের - ক্যানসার প্রতিরোধ

দ্রুত ক্যানসার সনাক্ত করা এখন আরও বেশি সহজ । সম্প্রতি গবেষণায় এমনই চাঞ্চল্যকর তথ্য দাবি করেছেন ইংল্যান্ডের গবেষকরা। সম্প্রতি নতুন এক রক্ত পরীক্ষার কথা জানিয়েছেন গবেষকরা।

Etv Bharat
প্রতীকী ছবি

By

Published : Jun 2, 2023, 8:49 PM IST

লন্ডন: ক্যানসার নামটা শুনলেই সবার প্রথমে মাথায় আসে মৃত্যু ভয় । ক্যানসারকে জয় করার বীর কাহিনী অনেক শোনা গিয়েছে। কিন্তু নিজের প্রিয়জনের শরীরে এই মারণ রোগ ধরা পড়লে হিতাহিত জ্ঞান হারিয়ে যায় । তবে বর্তমানে অনেক উন্নত হয়েছে চিকিৎসা ব্যবস্থা । প্রাথমিক পর্যায়ে এই রোগকে ঠেকানো এখন আধুনিক চিকিৎসা ব্যবস্থায় অনেকটাই সম্ভব । সম্প্রতি নতুন এক রক্ত পরীক্ষার মাধ্যমে ক্যানসার প্রতিরোধ করা সম্ভব হবে আরও দ্রুত । লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এমনই তথ্য সামনে এনেছেন শুক্রবার ।

ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) 50টিরও বেশি ধরনের ক্যানসারের জন্য একটি নতুন রক্ত ​​পরীক্ষার ধরন তাঁদের ইংল্যান্ডের জেনারেল প্র্যাকটিশনার (জিপি)-এর কাছে নিয়ে গিয়েছিলেন । দেখা গিয়েছে, নতুন ধরনের রক্ত পরীক্ষার মাধ্যমে প্রত্যেক তিনজন ক্যানসার আক্রান্ত রোগীর মধ্যে দু'জনের ক্যানসার সনাক্ত করা দ্রুত সম্ভবপর হয়েছে ।

সিম্পলিফাই (SIMPLIFY) স্টাডিতে 18 বছর বা তার বেশি বয়সি 6 হাজার 238 জন রোগীর নাম নথিভুক্ত করা হয়েছিল । যাদের সম্ভাব্য গাইনোকোলজিক্যাল, ফুসফুস, লোয়ার জিআই বা আপার জিআই ক্যানসারের ক্ষেত্রে সন্দেহজনক লক্ষণগুলি তদন্ত করার জন্য জরুরি ইমেজিং, এন্ডোস্কোপি বা অন্যান্য ডায়াগনস্টিক পদ্ধতির জন্য রেফার করা হয়েছিল ।

অক্সফোর্ড ইউনিভার্সিটির নুফিল্ড ডিপার্টমেন্ট অফ প্রাইমারি কেয়ার হেলথ সায়েন্সের সহযোগী অধ্যাপক ব্রায়ান ডি নিকলসন বলেছেন, "নতুন পদ্ধতি ক্যানসারহীন রোগীদের ক্ষেত্রে, ক্যানসার নির্ণয়কে ত্বরান্বিত করতে পারে এবং সম্ভাব্যভাবে আক্রমণাত্মক এবং ব্যয়বহুল পরীক্ষাগুলি এড়াতে পারে শুরুর দিকেই ।"

জানা গিয়েছে, ইংল্যান্ড এবং ওয়েলসে বেশ কিছু রোগী এসেছিলেন প্রাথমিক পরীক্ষার জন্য । তাঁরা সাধারণ চিকিৎসকের পরামর্শ নিয়েছিলেন । পরবর্তী সময়ে সেই সকল রোগীদের রক্তের নমুনা পরীক্ষা করে দেখা গিয়েছে, ক্যানসারের জীবাণু ধরা পড়েছে । সেই রক্তের নমুনাকে নতুন রক্ত পরীক্ষার মাধ্যমেও টেস্ট করেন গবেষকরা ।

বেশিরভাগ ক্ষেত্রে রিপোর্টে করা অপ্রত্যাশিত ওজন হ্রাস (24.1 শতাংশ), অন্ত্রের অভ্যাসের পরিবর্তন (22.0 শতাংশ), মেনোপজ-পরবর্তী রক্তপাত (16.0 শতাংশ), মলদ্বার থেকে রক্তপাত (15.7 শতাংশ), পেটে ব্যথা (14.5) শতাংশ), ব্যথা (10.6 শতাংশ), গিলতে অসুবিধা (8.8 শতাংশ) এবং রক্তাল্পতা (7.1 শতাংশ) ক্যানসারের সাধারণ লক্ষণ হিসাবে বিবেচিত হয়ে থাকে ।

আরও পড়ুন: ফুসফুস নয়, তামাকে ক্ষতিগ্রস্ত হয় পরিবেশও ! উৎপাদন বন্ধের পক্ষে ওয়াকিবহাল মহল

এনএইচএসের ন্যাশনাল ডিরেক্টর অধ্যাপক পিটার জনসন বলেন, "এই গবেষণাটি যত তাড়াতাড়ি সম্ভব ক্যানসার সনাক্ত করার একটি নতুন উপায় পরীক্ষা করার প্রথম ধাপ । একদম প্রাথমিক পর্যায়েই ক্যানসার সনাক্ত করতে পারলে হাজার হাজার জীবন বাঁচানো খুব সহজেই সম্ভবপর হবে ।" সিম্পলিফাই গবেষণার ফলাফল শিকাগোতে আমেরিকান সোসাইটি অফ অঙ্কোলজি কনফারেন্সে উপস্থাপন করা হবে বলেও জানা গিয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details