কলকাতা, 18 এপ্রিল: রক্তচাপ বেশি থাকলে হৃদরোগে আক্রান্ত হওয়ার, কিংবা স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় ৷ এই সারসত্য আমাদের প্রায় সকলেরই জানা ৷ কিন্তু, গবেষকরা বলছেন, যাঁদের রক্তচাপ স্বাভাবিক থাকে, তাঁরাও একই সমস্যায় পড়তে পারেন ৷ অর্থাৎ, তাঁদেরও হৃদরোগে আক্রান্ত হওয়ার ও স্ট্রোক হওয়ার ঝুঁকি থাকে ৷ তবে, তার পিছনে একটি নির্দিষ্ট অভ্যাস অনুঘটকের কাজ করে ৷ কী সেটি ? গবেষণায় জানা গিয়েছে, যাঁরা প্রতিদিনের খাবারে অতিরিক্ত পরিমাণে নুন খান, তাঁরা এই ধরনের শারীরিক সমস্য়ায় আক্রান্ত হতে পারেন ৷ কারণ, অতিরিক্ত নুন খাওয়ার অভ্য়াস হৃৎপৃণ্ড ও মস্তিষ্কের মধ্যে থাকা রক্তনালীতে 'প্লাক' তৈরি করে ৷ ফলে হৃদযন্ত্র ও মস্তিষ্কের স্বাভাবিক কর্মপ্রণালী এবং সংশ্লিষ্ট অঙ্গে রক্ত সঞ্চালনে বাধা সৃষ্টি হয় ৷ আর তার জেরেই হৃদরোগ ও স্ট্রোকের আশঙ্কা বাড়ে ৷
সংশ্লিষ্ট গবেষণা ও সমীক্ষার নেতৃত্বে ছিলেন জোনাস উপিয়ো ৷ তিনি বলছেন, অতিরিক্ত রক্তচাপের সমস্যা শুরু হওয়ার অনেক আগেই মাত্রাতিরিক্ত নুন খাওয়ার অভ্যাস রক্তনালীর প্রভূত ক্ষতি করে ৷ পরবর্তীতে এই অভ্যাস রক্তচাপও বাড়িয়ে দেয় ৷ তবে, অতিরিক্ত নুন খাওয়ার ফলে রক্তনালীতে যে প্লাক তৈরি হয়, সেই সম্পর্কে এখনও পর্যন্ত খুব বেশি তথ্য সামনে আসেনি ৷ তাই এ নিয়ে নতুন করে গবেষণা শুরু হয়েছে ৷ তাতে এতটুকু স্পষ্ট, যত বেশি নুন খাওয়া হবে, রক্তনালীতে প্লাক তৈরির আশঙ্কাও ততই বাড়বে ৷