পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sukhibhava

Monkeypox : যৌনতার মাধ্যমে মাঙ্কিপক্স ছড়ালেও ভাইরাসকে নিয়ন্ত্রণ করা সম্ভব: হু - যৌনতার মাধ্যমে মাঙ্কিপক্স ছড়ালেও ভাইরাসকে নিয়ন্ত্রণ করা সম্ভব

যৌনতার মাধ্যমে মাঙ্কিপক্স ছড়ালেও তা যৌনবাহিত রোগ নয় এবং এই রোগের আক্রমণ প্রতিরোধ করা সম্ভব এমনটাই বলছে হু (Monkeypox Virus Outbreak )৷

Monkeypox primarily spread via sexual contact, but containable:
যৌনতার মাধ্যমে মাঙ্কিপক্স ছড়ালেও ভাইরাসকে নিয়ন্ত্রণ করা সম্ভব

By

Published : May 24, 2022, 5:33 PM IST

হায়দরাবাদ : 7 মে যুক্তরাজ্যে প্রথম মাঙ্কিপক্সের কেস সামনে আসার পর থেকে দ্রুত এক ডজনেরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই রোগ ৷ মনে রাখতে হবে আফ্রিকার মত এই দেশগুলিতে কিন্তু ভাইরাসের উপস্থিতি যে আগে থেকেই ছিল তা কিন্তু নয় ৷ ইতিমধ্য়েই প্রায় 200টি ঘটনা সামনে এসেছে (Monkeypox Virus Outbreak)। এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর অবশ্য় পাওয়া যায়নি। ডব্লিউএইচও ইতিমধ্যেই সতর্ক করেছে যে সংক্রমণ আরও বেশি দেশে ছড়িয়ে পড়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে ।

হু-এর গুটিবসন্ত সংক্রান্ত গবেষণার পরিচালক রোসামুন্ড লুইস জানিয়েছেন, "আমরা ইউরোপে গত পাঁচ বছরে কয়েকটিমাত্র ঘটনা দেখেছিলাম শুধুমাত্র ভ্রমণকারীদের (আফ্রিকা) মধ্যে ৷ তবে এই প্রথমবার আমরা অনেক দেশে একই সময়ে আফ্রিকার স্থানীয় অঞ্চলে ভ্রমণ করেননি, এমন লোকেদের মধ্যেও এই রোগ দেখতে পাচ্ছি।" এই রোগ নিয়ে একটি বড় প্রশ্ন ছিল এটি যৌনতার মাধ্যমে ছড়ায় কি না ৷ হু-এর কর্মকর্তারা জানিয়েছেন, এটি সরাসরি যৌনবাহিত সংক্রমণ নয়, তবে আক্রান্ত ব্যক্তির সঙ্গে সঙ্গম করলে যে কেউ সংক্রমিত হতে পারেন ।

অ্যান্ডি সিল, যিনি হু-কে এইচআই সংক্রান্ত ক্ষেত্রে পরামর্শ দিয়ে থাকেন তিনি বলেন, "যৌন যোগাযোগের মাধ্যমে অনেক রোগ ছড়াতে পারে । যৌনতার মাধ্যমে আপনার কাশি বা সর্দিও হতে পারে, তবে এর মানে এই নয় যে এটি একটি যৌনবাহিত রোগ ৷" মাঙ্কিপক্সকে যৌনবাহিত সংক্রমণ হিসাবে বর্ণনা করা হয়নি, তবে যৌনতার সময় সরাসরি যোগাযোগের মাধ্যমে এটি ছড়িয়ে যেতে পারে।

ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল ঘাবড়ে যাওয়ার মত পরিস্থিতি এখনও আসেনি ৷ কারণ এখনও এই রোগের বিশাল আকারে ছড়িয়ে পড়ার সম্ভবনা খুবই কম ৷ যৌনতার মাধ্য়মে এটি ছড়িয়ে পড়তে পারে ঠিকই, তবে এই রোগটিকে নিয়ন্ত্রণ করা যেতেই পারে ৷ এক ব্যক্তি যদি একাধিক শারীরিক সম্পর্ক না-করেন তাহলে সংক্রমণ বিশাল আকারে ছড়িয়ে পড়ার সুযোগ কম ৷

আরও পড়ুন : ফার্টিলিটিকে কি প্রভাবিত করতে পারে ভিটামিন ডি, কী বলছে গবেষণা ?

হু-এর পক্ষ থেকে ভ্যান কেরখোভ বলেন, "ত্বকের সঙ্গে ত্বকের সংস্পর্শ ঘটলেই সংক্রমণটা ঘটছে ৷ তবে যাঁদের শনাক্ত করা হয়েছে তাদের বেশির ভাগই হালকা রোগে আক্রান্ত।" হু আরও জানিয়েছে 50 বছর আগের একটি ভাইরাস আবার নতুন করে ভয়ঙ্কর হয়ে উঠেছে ৷ তবে একথা মাথায় রাখতে হবে, ভাইরাসটি রূপ পরিবর্তন করেছে তার কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি ৷ ভ্যান কেরখোভ আরও জানান, মানুষ থেকে মানুষের মধ্যে সংক্রমণ যেভাবে ছড়িয়ে পড়ছে তা রুখতে তাঁরা বদ্ধ পরিকর ৷

ABOUT THE AUTHOR

...view details