করোনা ভাইরাসের থাবায় ফের একবার জর্জরিত হচ্ছে গোটা ভারত ৷ প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে সংক্রমিতের সংখ্যা ৷ এবার এই সংক্রান্ত নতুন একটি নতুন গবেষণায় সামনে এল বেশ কিছু নতুন তথ্য ৷ গবেষণায় দেখা গিয়েছে, যে সমস্ত মানুষ নিয়মিত মানসিক চাপ, উৎকণ্ঠা এবং অবসাদে ভুগছেন তাঁদের ক্ষেত্রে ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি আরও অনেকটাই বেড়ে যাচ্ছে (Study finds stress and anxiety can increase the risk of covid infection) ৷
অ্য়ানালস অফ বিহেভিয়ারাল মেডিসিন জার্নালে প্রকাশিত এই গবেষণাপত্র অনুযায়ী, অতিমারির বিভিন্ন পর্যায়ে যেসমস্ত মানুষ বেশি মানসিক অবসাদে ভুগেছেন তাঁদের শরীরে এই রোগ আরও জোরালো ভাবে আক্রমণ করেছে ৷ অর্থাৎ তাঁদের অনেকেই সার্স কোভ-2 ভাইরাসের কবলে পড়েছেন ৷ শুধু তাই নয়, তাঁদের শরীরে উপসর্গগুলিও দেখা দিয়েছে আরও অনেক বেশি ভয়ঙ্কর হয়ে ৷ নটিংহ্যাম বিশ্ববিদ্য়ালয়ের স্কুল অফ মেডিসিনের অধ্যাপিকা কবিতা ভেধারার নেতৃত্বে কিংস কলেজ লন্ডন এবং নিউজিল্যান্ডের অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে সম্পন্ন এই গবেষণা সামনে আনল বহু নতুন তথ্য় ৷
এর আগের গবেষণাগুলিতে জানা গিয়েছিল বিভিন্ন মানসিক বিষয় যেমন মানসিক চাপ, সামাজিকভাবে একঘরে হয়ে পড়া ভাইরাসের আক্রমণের ক্ষেত্রেও যথেষ্ট প্রভাব ফেলে ৷ এমনকি অনেকক্ষেত্রে তার প্রভাবে অসুস্থতা আরও অনেক বেড়ে যায় ৷ দলের গবেষক এবং বিশেষজ্ঞরা এই মহামারি চলাকালীন 2020 সালের এপ্রিল মাস থেকে ডিসেম্বর মাস অবধি প্রায় 1100 জন প্রাপ্তবয়স্ক মানুষের ওপর এই সার্ভে চালান ৷ যাঁরা এপ্রিলে এই সার্ভেতে যোগদান করেছিলেন, তাঁরা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর ডিসেম্বর অবধি নিজেদের শারীরিক পরিস্থিতি এবং উপসর্গগুলি সম্পর্কে জানিয়েছেন গবেষকদের ৷ তাঁদের বর্তমান সম্পর্ক, পেশার অবস্থা, ডেমোগ্রাফিক নানা বিষয় নিয়ে প্রশ্ন করা হয়েছিল এই সার্ভেটিতে ৷ ফলাফল বলছে যেসমস্ত মানুষ দীর্ঘদিন ধরে মানসিক চাপে ভুগছেন, তাঁদের ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি ৷