হায়দরাবাদ, 29 ডিসেম্বর:নতুন বছরে নতুন পোশাক। না কি পুরনো পোশাকেই নতুন চমক। এবারের নিউ ইয়ারে পুরুষদের পোশাকে থাকতেই পারে বিশেষ চমক। ওয়ার্ডরোবে থাকা ব্লেজার, জ্যাকেট ও টি-শার্ট দিয়েই পার্টির মধ্যমণি হওয়া যাবে সহজে ৷
1. লেদার জ্যাকেট ও জিন্স:জিন্স সকলের আলমারিতেই থাকে ৷ ব্লু বা ডেনিম রঙের জিন্স বেছে নিতে পারেন 31ডিসেম্বরের রাতের পার্টির জন্য ৷ ভিতরে পছন্দ মতো টি- শার্ট পড়তে পারেন ৷ তার উপর লেদার জ্যাকেট চাপিয়ে নিলেই আপনি হয়ে উঠবেন পার্টির আকর্ষণ ৷ সেই লেদার জ্যাকেটের রঙ যদি আবার কালো, সাদা হয় তবে তো কথাই নেই ৷ পায়ে গলিয়ে নিন স্নিকার্স ৷ জমিয়ে মেতে উঠুন বছর শেষের পার্টিতে ৷
2. বোম্বার জ্যাকেট ও জিন্স:লেদার জ্যাকেট থেকে একটু আলাদা হয় বোম্বার জ্যাকেট ৷ ওয়ার্ডরোবে এইধরনের বোম্বার জ্যাকেট থাকে অনেকের ৷ এই জ্যাকেট যেকোনও ধরনের মেটিরিয়াল দিয়ে তৈরি হতে পারে ৷ লেদার দিয়ে তৈরি হতে পারে বোম্বার জ্যাকেট ৷ এই জ্যাকেটের বৈশিষ্ট হল রিপড কলার ও লুজ ফিটিংস হয় ৷ সাধারণ শার্ট পড়ে তার উপর চাপিয়ে নিন এই জ্যাকেট ৷ আপনার পার্টির পোশাক রেডি ৷ আরও একটু আকর্ষণীয় দেখাতে শার্টের দু’টো বোতামও খুলে রাখতে পারেন ৷ সঙ্গে পড়তে পারেন স্ট্রচেবেল জিন্স ৷ অল্প ফডেড জিন্সও কিন্তু বেশ মানাবে এই বোম্বার জ্যাকেটের সঙ্গে ৷
3. ট্রেঞ্চ কোট এবং চিনোজ প্যান্ট:ট্রেঞ্চ কোট পরলে যেকোনও পুরষই সকলের থেকে আলাদা হয়ে যান ৷ স্টাইল আইকোন হতে পারেন আপনিও ৷ সাধারন কোটের থেকে বেশ বড় হয় ঝুলে ৷ হাঁটু থেকে একটু উপর পর্যন্ত হয় ৷ নিউইয়ার পার্টির জন্য এই ট্রেঞ্চ কোট বেশ আকর্ষনীয় ৷ তবে এর সঙ্গে কিন্তু জিন্স নয় চিনোজ প্যান্ট পরে নিতে পারেন ৷ পডুন বুট ৷ আজ কাল শর্ট হাইটের ছেলেরদের জন্য বিভিন্ন ধরনের হিল বুট দেখা যায় ৷ যা ফ্যাশানে বেশ ইন ৷ তাই ওয়ার্ডরোরে থাকা টেঞ্চ কোটটি এই বছর বর্ষশেষের পার্টিতে একবার চাপিয়ে নিতে পারেন ৷
4. ব্লেজার:যে কোনও পার্টিতে ব্লেজার পড়লে আলাদা ব্যক্তিত্ব ফুটে ওঠে ৷ তবে রোজ অফিসে ফরর্মাল ব্লেজার না পরে পার্টি ওয়্যার ব্লেজার পড়তে পারেন ৷ পার্টির একটু অন্য ধরনের এই ব্লেজার যে আপনাকে সকলের থেকে আলাদা করবে তা বলার অপেক্ষা রাখে না ৷ এই ধরনের ব্লেজারের কলার সাধারণত উজ্বল ব্লু, সবুজ, মেরুন রঙের হয় ৷ হালকা রঙের শার্টের উপর পড়ে নিতে পারেন একটি বো ৷ যা পার্টিতে আপনার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে ৷ ব্লেজার পড়ে ভালোবাসার মানুষের কাছে হয়ে উঠতে পারেন 'ড্যাশিং' ৷
5. পার্টি ওয়্যার টক্সিডোস:টক্সিডোস যে কেউ পরতে পারেন বর্ষ বরণের সন্ধ্যায় ৷ তবে এইধরনের পোশাক আলাদা ব্যক্তিত্ব ফুটিয়ে তেলে চেহারায় ৷ এই পোশাকটির কলার উজ্বল রঙের হয় ৷ কলারে ডিজাইন করা থাকে ৷ কলার সাধারণত টুইড বা কর্ডবয় ডিজাইনের হয় ৷ যদি পার্টিতেও বাধাগতের বাইরে গিয়ে নিজের ব্যক্তিত্বকে প্রকাশ করকে চান তবে পরতেই পারেন টক্সিডোস ৷ এর সঙ্গে যেকোনও ফর্মাল শু বেছে নিতে পারেন ৷ স্নিকার্স একেবারেই নয় ৷