হায়দরাবাদ: ঘুমের দেশে পাড়ি দিলে স্বপ্নের মায়াজার কখন আমাদের ঘিরে ধরে বোঝা দায় ৷ স্বপ্ন দেখা প্রতিটি জিনিসের বিশেষ একটা তাৎপর্য থাকে বলে জানান মনোবিজ্ঞানীরা ৷ যেমন কেউ যদি নানা ধরনের পশুর স্বপ্ন দেখেন, তাহলে তারও একটা আলাদা মানে রয়েছে ৷ স্বপ্ন আসলে আমাদের অবচেতন মনে থাকা ভয়, ইচ্ছা, চিন্তার বহির্প্রকাশ ঘটায় ৷ আজ আপনাদের জানাব, স্বপ্নে কোন পশু দেখলে, তার অন্তর্নিহিত মানে কী হয় ৷ জ্যোতিষশাস্ত্র মতে বিভিন্ন পশুর স্বপ্ন দেখার গভীর অর্থ লুকিয়ে থাকে আমাদের জীবনের সঙ্গে ৷
- যদি আপনি সিংহের স্বপ্ন দেখেন, তাহলে বুঝতে হবে আপনার মধ্যে নেতৃত্ব দেওয়ার সহজাত ক্ষমতা রয়েছে ৷ যে কোনও চ্যালেঞ্জ আপনি গ্রহণ করতে প্রস্তুত ৷ সাহসের সঙ্গে সেই সব চ্যালেঞ্জ আপনি অনায়াসে অতিক্রম করতে পারবেন ৷ তাই যদি মনের মধ্যে কোনও গোপন ইচ্ছা লুকিয়ে থাকে তাহলে এগিয়ে যান সেই লক্ষ্যের দিকে ৷
- ডলফিন দেখতে সকলেরই ভালোলাগে ৷ ডলফিন ভালো লাগার আরও একটা বিশেষ কারণ হল, তাদের বুদ্ধিমত্তা যা অবাক করে সকলকে ৷ একইভাবে স্বপ্নে ডলফিন দেখার অর্থ হল আবেগ ও বুদ্ধির মধ্যে সংযোগ ৷ ডলফিনের স্বপ্ন বোঝায়, জীবনের সঙ্গে আবেগের সংযোগ থাকা দরকার ৷ ঘোর বাস্তববাদী হলেও আবেগটাও জরুরী ৷ তাই একা থাকার থেকে অনেক ভালো আশাপাশের সম্পর্কগুলোকে যুক্তি দিয়ে না ভেবে আবেগ দিয়ে ভাবা উচিত ৷
- স্বপ্নে বারবার ঈগল দেখার অর্থ হল আপনি স্বাধীনচেতা মানুষ ৷ আপনি ছোট সীমানার মধ্যে আটকে থাকতে পছন্দ করেন না ৷ আপনাকে আরও উপরে ওঠার জন্য চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে এবং চিন্তাভাবনায় নতুনত্ব আনতে হবে ৷ শুধু তাই নয়, নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে বড় কিছু করার সিদ্ধান্ত নেওয়ার সঠিক সময় এসে গিয়েছে ৷
- রাতের ঘুমের সময় স্বপ্নে বারবার ফিরে ফিরে আসছে পেঁচা ৷ তাহলে তারও আলাদা সংকেত রয়েছে ৷ নিজের মধ্যে নিজেকে খোঁজার কথা বলে এই স্বপ্ন ৷ নিজের প্রতি বিশ্বাস ও আস্থা রাখার কথা বলে পেঁচার স্বপ্ন ৷ পাশাপাশি, জ্ঞান বৃদ্ধির কথাও বলে পেঁচার স্বপ্ন ৷
- স্বপ্নে সাপ দেখার অর্থ ব্যক্তিগত উন্নতির সময় হয়েছে ৷ নতুন কোনও পথে চলার জন্য আপনার অবচেতন মন বারবার আপনাকে সংকেত দিচ্ছে ৷
- স্বপ্নের মধ্যে ঘোড়া দেখার অর্থ হল নিজের ইচ্ছায় আনুন মুক্ত ডানা ৷ কোনও কাজের প্রতি নিজের প্যাশন থাকলে, সেই কাজের প্রতি মনোনিবেশ করা প্রয়োজন ৷ বাধা আসলেও তা অতিক্রম করে নিজের প্যাশন ধরে রাখা উচিত ৷