হায়দরাবাদ: পেয়ারা কম বেশি সারাবছর পাওয়া য়ায় ৷ এই ফল স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী ৷ পুষ্টিবিদদের মতে, এর পাতাগুলিও অনেক উপকার দেয় ।
জলে চারটি পেয়ারা পাতা সিদ্ধ করে নিন ৷ কিছু এলাচ গুঁড়ো এবং অল্প মধু যোগ করুন একটু ফুটিয়ে নিন । এই পানীয় ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহাযতা করে । এটি শর্করাকে চিনিতে রূপান্তরিত করার প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে । এটি খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে । হার্টও সুস্থ থাকে ৷
দাঁতের ব্যথা, মাড়ি ফুলে যাওয়া এবং গহ্বরের মতো সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিরা পরিষ্কার করা পেয়ারা পাতা চিবিয়ে খেলে উপকার পেতে পারেন । এটি অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য সংক্রমণ প্রতিরোধ করে ৷
যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের পেয়ারা ভালো করে পিষে তাতে অল্প লবণ ও বিভিন্ন আগাছা যোগ করে প্রতিদিন এক মুঠো ভাতের সঙ্গে খেতে হবে । এতে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন সি ৷