হায়দরাবাদ:বন্ধ্যাত্ব কোনও আজকের সমস্যা নয়, আর সবচেয়ে উদ্বেগের বিষয়টি হল তা দিনে দিনে বেড়েই চলেছে ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, সাধারণ জনগণের মধ্যে বন্ধ্যাত্বের প্রবণতা 15 থেকে 20 শতাংশ ৷ আর এর মধ্যে চল্লিশ শতাংশ ক্ষেত্রে সমস্য়াটি হয় পুরুষের ৷ তাই নারীদের মতই পুরুষের বন্ধ্যাত্বও এমন একটি বিষয় যা আরও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন ৷
ক্রমবর্ধমান এই পুরুষ বন্ধ্যাত্ব সম্পর্কে কথা বলতে গিয়ে প্রসূতি এবং স্ত্রীরোগ সংক্রান্ত বিভাগের অধ্যাপক ডাঃ নীতা সিং বলেন,"বিগত 25-30 বছরের তুলনায় দেরীতে বিয়ের প্রবণতার কারণে অভিভাবকত্বের বয়স যথেষ্ট বৃদ্ধি পেয়েছে । এখন, পুরুষরা সাধারণত 30-33 বছর বা তার কম বয়সের পরে বিয়ে করে, মহিলাদের ক্ষেত্রেও একই প্যাটার্ন রয়েছে । তাই, বয়সের সঙ্গে সঙ্গে শুক্রাণুর ডিএনএ ফ্র্যাগমেন্টেশন শুরু হয় যা প্রাথমিকভাবে পুরুষ বন্ধ্যাত্বের জন্য দায়ী ৷”
এছাড়া আরও দু'টি বিষয়ের ওপর গুরুত্ব আরোপ করেছেন নীতা ৷ তিনি বলেন, "আমাদের পোশাকের ধরণও বন্ধ্যাত্বের উপর প্রভাব ফেলে।" শুধু তাই নয় ক্রমবর্ধমান তাপমাত্রাকেও পুরুষ বন্ধ্যাত্ব বৃদ্ধির কারণ হিসাবে দেখেছেন তিনি (Causes of Male Infertility)৷ তিনি বলেন, "অন্ডকোষগুলি প্রাকৃতিকভাবে শরীরের বাইরে রাখা হয় কারণ এগুলি শরীরের স্বাভাবিক তাপমাত্রাও সহ্য করতে পারে না ৷ কিন্তু, আঁটসাঁট পোশাক পরার প্রবণতা এবং যে ভৌগলিক অবস্থানে রয়েছেন তা যদি গরম হয় তাহলে তা মারাত্মক বন্ধ্যাত্বের কারণ হয়ে দাঁড়াতে পারে ৷"