হায়দরাবাদ: নিজেদের সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মজবুত করে তুলন (Some tips for a healthy relationship) ৷ সম্পর্ক যতই পুরনো হোক না কেন তাতে নতুন করে প্রাণের সঞ্চার করা যায় ৷ দেখে নিন কী কী উপায়ে সঙ্গীর সঙ্গে মধুর করে তুলবেন ?
1) সঙ্গীর সঙ্গে ঝামেলা কমাতে হবে: আপনি এবং আপনার পার্টনারের সঙ্গে কথোপকথনের মাধ্যমে বাড়ানো যেতে পারে সম্পর্কের গভীরতা । এর মাধ্যমে নিজেদের মন-মেজাজ, স্বাস্থ্য ও সম্পর্ক ভালো রাখা সম্ভব (Make a strong Relationship with your partner)। পার্টনারের সঙ্গে ঝামেলা কমাতে এবং সম্পর্কের ভিত মজবুত করতে কথোপকথন খুবই দরকারি ৷
2) বিভিন্ন ভাবে ভালোবাসা প্রকাশ করতে হবে: বিভিন্নভাবে নিজের সঙ্গীর সঙ্গে ভালোবাসার আদানপ্রদান করতে হবে । নিজেদের সম্পর্ক মজবুত করার জন্য পার্টনারের মধ্যেও ভালোবাসা ছড়িয়ে দেওয়া দরকার । প্রতিদিন টেক্সট, ভিডিও কলের মাধ্যমে আদানপ্রদান করা যেতে পারে নিজেদের মনের কথা । এর ফলে নিজের পার্টনারের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হয়ে উঠবে ।