হায়দরাবাদ: পালং শাক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বলে মনে করা হয় । এতে প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায় । শীতকালে সবুজ পালং শাক প্রচুর পরিমাণে পাওয়া যায় ।
তবে শিশুরা অনেক সময় পালং পছন্দ করে না। তাই পনিরের সঙ্গে পালং শাক মিশিয়ে পরোটা তৈরি করলে স্বাদ বাড়বে এবং শিশুরাও খাবে। এটি ভীষণই সুস্বাদু ৷ তাই জেনে নিন, কীভাবে তৈরি করবেন পালং পনির পরোটা ।
উপাদান:পালং শাক: 250 গ্রাম, পনির: 200 গ্রাম, ময়দা: 1 কাপ, কুচি করে কাটা পেঁয়াজ, 2-3টি কাঁচা লঙ্কা, 3টি রসুন কুঁচি, ধনে কুচি, ঘি 4-5 চামচ, জিরে গুঁড়ো: 1 চা চামচ, ধনে গুঁড়ো: 1 চা চামচ, লবণ: স্বাদ অনুযায়ী ।
রেসিপি: পালং পরোটা তৈরি করতে প্রথমে মিশ্রণটি তৈরি করে নিন। এজন্য প্রথমে পালং শাক ধুয়ে কুসুম গরম জলে রেখে এক বা দুই মিনিট ফুটিয়ে নিন । এতে এক ইঞ্চি টুকরো আদা, কিছু ধনেপাতা ও পুদিনা দিন । এবার এতে কাঁচা লঙ্কা ও রসুন দিয়ে কষিয়ে নিন । এবার মিশ্রণটি আলাদা করে রাখুন ।