হায়দরাবাদ: ত্বকের যত্নে স্কিন টোনার ব্যবহার করা জরুরি । ত্বকে জমে থাকা ধুলোবালি ও ময়লা পরিষ্কার করার পাশাপাশি এর pH ব্যালান্সও বজায় থাকে । মুখমণ্ডলের খোলা ছিদ্র বন্ধ করতেও স্কিন টোনার ব্যবহার করা যেতে পারে । এছাড়া ত্বক হাইড্রেটেড রাখতেও স্কিন টোনার খুবই উপকারী। অনেক সুবিধার কারণে আপনার ত্বকের যত্নের রুটিনে অবশ্যই টোনার ব্যবহার করা উচিত ৷ জেনে নিন, কিছু প্রাকৃতিক স্কিন টোনার সম্পর্কে ।
বিটরুট স্কিন টোনার:1/2 কাপ গোলাপ জল, 1টি ছোট বিটরুট, 1 চা চামচ অ্যালোভেরা জেল নিন । স্প্রে বোতলে ভরে ফ্রিজে রেখে দিন । ক্লিনজিং মিল্ক দিয়ে মুখ পরিষ্কার করে স্কিন টোনার লাগিয়ে 20 মিনিট রেখে দিন ।
শশা টোনার:একটি শশা থেঁতো করে এর রস বের করুন । এতে এক চিমটি হলুদ যোগ করুন এবং ভালো করে মেশান । 1/2 টেবিল চামচ পুদিনার রস এবং 1 চা চামচ লেবুর রস মিশিয়ে নিন । কয়েক ফোঁটা মধু যোগ করুন এবং ব্যবহার করুন । ট্যানিং দূর করতে এই টোনার কার্যকর ।
টমেটো টোনার:দুটি টমেটো পিষে একটি পেস্ট তৈরি করুন এবং এই পেস্টে লেবুর রস যোগ করুন । এক চা চামচ মধু মিশিয়ে ব্যবহার করুন ৷ ত্বকের ছিদ্রের সমস্যা দূর করতে এই টোনার খুবই উপকারী ।