হায়দরাবাদ: চুল ঝলমলে ও সুন্দর করতে শ্যাম্পুর পর কন্ডিশনার লাগানো অবশ্যই দরকার । কিন্তু বাজারে যেসব কন্ডিশনার পাওয়া যায় সেগুলি রাসায়নিক পদার্থ থাকে ৷ যা চুলকে সুন্দর করার পরিবর্তে ক্ষতি করতে পারে ৷ তাই কিছু প্রাকৃতিক উপাদানের সাহায্যে ঘরেই চুলের কন্ডিশনার তৈরি করতে পারেন । জেনে নিন, কীভাবে এগুলি তৈরি করবেন ।
ঘরেই তৈরি করুন কেমিক্যাল ছাড়া হেয়ার কন্ডিশনার
আপনার চুল যদি শুষ্ক হয়, তবে এমন অনেক ঘরোয়া ও প্রাকৃতিক উপাদান রয়েছে যার সাহায্যে আপনি ঘরেই কন্ডিশনার তৈরি করতে পারেন ৷ যা আপনার চুলকে আরও ঘন ও চকচকে করে তুলতে পারে ।
1) নারকেল তেল ও মধু দিয়ে তৈরি কন্ডিশনার
পদ্ধতি:2 টেবিল চামচ নারকেল তেলে 1 টেবিল চামচ মধু মিশিয়ে নিন । এটি ভেজা চুলে গোড়া থেকে চুলের দৈর্ঘ্য পর্যন্ত লাগান । এটি 30 মিনিট থেকে এক ঘণ্টা জন্য রেখে দিন । হালকা গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিন ।