হায়দরাবাদ :ফলের মাছি এবং গোলকৃমির জীবনকাল বাড়ানোর জন্য ল্যাব পরীক্ষায় লিথিয়ামের ভূমিকা প্রমাণিত হয়ে গিয়েছে ৷ একইসঙ্গে গবেষকরা এও পরামর্শ দিচ্ছেন, ট্যাপের জলে প্রাকৃতিক লিথিয়াম সামান্য পরিমাণে পাওয়া গেলে তা মানুষের আয়ুকাল বাড়াতে পারে ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের ওহিওর টলেডো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দেখেছেন যে, কম মাত্রার লিথিয়াম কিডনিতে শক্তিশালী অ্যান্টি-এজিং এজেন্ট হিসেবে কাজ করতে পারে । জার্নাল অফ ক্লিনিক্যাল ইনভেস্টিগেশনে প্রকাশ পেয়েছে এই গবেষণা পত্রটি ৷ তাঁরা দেখেছেন এটি জিএসকে 3-বিটাকে ব্লক করে- যা এমন একটি এনজাইম, যা কিডনির কার্যকারিতা হ্রাসের সঙ্গে সরাসরি যুক্ত (How Lithium is Good for Health)।
ভার্সিটির মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ রুজুন গং বলেন, "বার্ধক্যের ওপর লিথিয়ামের প্রভাব কতখানি তা এখন একটি আলোচিত বিষয় ৷ সাম্প্রতিক বছরগুলিতে বেশ কিছু চমকপ্রদ ঘটনা সামনে এসেছে ৷ " তিনি আরও বলেন, "যেহেতু মানুষ আগের চেয়ে বেশিদিন বাঁচছে তাই কিডনির বার্ধক্য রোধের উপায় খুঁজে বের করা একান্ত জরুরি ৷ আমাদের গবেষণায় দেখা গিয়েছে যে লিথিয়ামের এটি করার উল্লেখযোগ্য সম্ভাবনা থাকতে পারে ৷ যা কিডনি রোগের বোঝা কমাতে পারে ৷"