হায়দরাবাদ : বিশেষত দ্বিতীয় ঢেউ আসার পর থেকেই 'দীর্ঘস্থায়ী কোভিড' কথাটি বারবার উঠে এসেছে বিশেষজ্ঞদের আলোচনায় (Experts spoke a lot about Long COVID conditions post second wave) ৷ অনেক বিষয়টি সম্পর্কে সঠিকভাবে পরিচিত নন ৷ কিন্তু ওমিক্রন যার উপসর্গ দেখে মনে হয় সাধারণ সর্দি কাশির মতই, তাও কিন্তু দীর্ঘস্থায়ী শারীরিক এবং মানসিক অসুস্থতার কারণ হয়ে যেতে পারে ৷
কানেকটিকাটের ইয়েল স্কুল অফ মেডিসিনের সেরেনা স্পুডিচের সঙ্গে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোলজিক্যাল ডিসঅর্ডারস অ্যান্ড স্ট্রোক (National Institute of Neurological Disorders and Stroke)- এর ক্লিনিকাল ডিরেক্টর অবীন্দ্র নাথ বলেন, "জনস্বাস্থ্যের ওপর এর কী প্রভাব পড়ছে তা শনাক্ত করা এবং চিকিৎসা করার জন্য নতুন পদ্ধতি ভাবা অত্যন্ত গুরুত্বপূর্ণ ।’’ করোনার সাধারণ স্নায়বিক লক্ষণগুলির মধ্যে রয়েছে স্বাদ এবং গন্ধ হ্রাস পাওয়া, মাথাব্যথা, স্ট্রোক, প্রলাপ এবং মস্তিষ্কের প্রদাহ ।
দীর্ঘস্থায়ী কোভিডকে এখনও সেভাবে সংজ্ঞায়িত করা হয়নি ৷ তবে সাধারণভাবে এর উপসর্গগুলি হল, দুর্বলতা, শ্বাসকষ্ট এবং ব্রেন ফগ ৷ এছাড়া দীর্ঘস্থায়ী সর্দি কাশি, পেশির টান, গাঁটে ব্যথা, শোনার এবং দেখার সমস্যা, মাথার যন্ত্রণা, জিহ্বার স্বাদ পরিবর্তন, ফুসফুস, কিডনি এবং হার্টের দীর্ঘস্থায়ী সমস্যাও হতে পারে এই কোভিডের দীর্ঘস্থায়ী প্রভাবের কারণে ৷ গন্ধের কথা বলতে গেলে এক্ষেত্রে অনেকেরই পারোসমিয়ার সমস্যা হতে পারে, যেখানে ঘ্রাণের অনুভূতি পরিবর্তিত হয়ে যায় ৷ আবার দ্বিতীয় তরঙ্গে আক্রান্ত হওয়ার পর অনেকেই জানিয়েছেন ভীষণভাবে চুল ঝরে যাচ্ছে তাঁদের ৷