হায়দরাবাদ:চিন আবারও বিশ্বজুড়ে উদ্বেগের বিষয় হয়ে উঠেছে । প্রকৃতপক্ষে, গত কয়েক মাস ধরে এখানে শ্বাসযন্ত্রের সংক্রমণের ঘটনা ক্রমাগত রিপোর্ট করা হচ্ছে । তথ্য অনুযায়ী, বর্তমানে শিশুদের নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার কারণে চিন চিন্তিত । এমতাবস্থায় সবাই উদ্বিগ্ন হয়ে পড়ল এটা নতুন কোনও অতিমারি সূচনা কি না ।
তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্পষ্ট করেছে যে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বৃদ্ধির পিছনে নতুন কোনও রোগজীবাণু নেই । চিন ছাড়াও বিশ্বের অন্যান্য দেশেও এই নিউমোনিয়ার ঘটনা ঘটেছে । ভারতে পাওয়া নিউমোনিয়ার এই ঘটনাগুলির সঙ্গে চিনের শ্বাসযন্ত্রের সংক্রমণের কোনও সম্পর্ক নেই । জেনে নিন, নিউমোনিয়ার লক্ষণ সম্পর্কে ৷
নিউমোনিয়া কী ?
এক বা উভয় ফুসফুসে সংক্রমণকে নিউমোনিয়া বলা হয় । এটি ফুসফুসে ফোলাভাব সৃষ্টি করে ৷ যা সাধারণত কিছু সংক্রমণের কারণে ঘটে । এই রোগে ভুগছেন এমন বেশিরভাগ মানুষই কয়েকদিনের মধ্যেই সেরে ওঠেন । দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিরা, যেমন বয়স্ক এবং ছোট বাচ্চারা গুরুতর রোগের ঝুঁকিতে থাকে । সেক্ষেত্রে এটি হাসপাতালে ভর্তি এমনকী মৃত্যু পর্যন্ত হতে পারে ।
নিউমোনিয়ার পাঁচটি প্রধান লক্ষণ: